আমাদের কথা খুঁজে নিন

   

আর কি কখনো এমন সন্ধ্যে হবে?

.......অতঃপর মৃত্যুর প্রতীক্ষা আর কি কখনো এমন সন্ধ্যে হবে? "এটাকে ফুচকা বলে"--বলবে খেয়ে দেখো, তুমি ফুচকা চিননা - গুহাবাসী ভুল মানুষ, ভুল সময়ে । আর কি কখনো এমন সন্ধ্যে হবে? ধূমকেতু ক্লাবের মাঠে দৌড়ে বল করা? ৯৪ এর পর যে আমি খেলার মাঠে ফিরিনি স্বেচ্ছায় মানসিক কারাবন্দীত্বের আত্মঘাত তুমি বুঝবে কীভাবে ? আর কি কখনো এমন সন্ধ্যে হবে? বিটিভির 'ইত্যাদি'র অপেক্ষায় থাকা ৯৮ এর পর টিভি বিনোদন ভুলে গেছি, আনন্দ শূণ্য কাউকে বুঝবে কীভাবে ? আর কি কখনো এমন সন্ধ্যে হবে? আমার হারিয়ে যাওয়া গাড়িতে জানালা খুলে বসবে, বেসুরো গাইবে । মানসিক পঙ্গুত্বের গ্লানি বুঝবে কীভাবে ? আর কি কখনো এমন সন্ধ্যে হবে? বৃষ্টি ভেজার পরে রিক্সা চেপে মোমালোকিত রেস্তোরায় বসবে। প্রেম স্পর্শ করার ব্যর্থতা জানবে কীভাবে ? আর কি কখনো এমন সন্ধ্যে হবে? ভালবাসার যন্ত্রে চেপে, শহুরতলিতে নিঃসঙ্গ ঘোরা, নিঃসঙ্গ বাঁচা । আমার আশৈশব অমানুষ হবার গল্প শুনবে কবে ? আর কি কখনো এমন সন্ধ্যে হবে? ব্রহ্মপুত্র পাড়ে একলা বসে, দূর গ্রামের আলো দেখব, মশার হুল ফুটবে আমার আঁধারকে মানবে কীভাবে? আমি ভুল কেউ, ব্যর্থ অমানুষ, ভুল সময়ে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।