A, An, The: Article a, an, the এর ব্যবহার মূলত নির্ভর করে এর পরের noun টির pronunciation (উচ্চারণের) উপর। এগুলো আবার determiner হিসাবে ও কাজ করে। নিচে a, an, the এর ব্যবহার দেওয়া হলঃ
Article “a” এর ব্যবহার
Article “an” এর ব্যবহার
Article “the” এর ব্যবহার
The instruction
The constructive plan
The possibility of extinction
The writing of letters
The sound of the dryer
বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ উদাহরণঃ
The effects of pollution in the cities should not be overlooked by the authorities. (D+N+P+N)The possession of this room will be sold. (D+N+P+D+N)
Unless protected areas are established, the Royal Bengal Tigers will face the possibility of extinction. (D+N+P+N)
The president said that the economic situation was very serious. (D+A+N)
নিন্মের কবিতার শব্দগুলোর আগে article the বসে
চন্দ্র, সূর্য, সাগর, মহাসাগর আর নদী,
পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, উপসাগর থাকে যদি,
উত্তর,দক্ষিণ, পূর্ব, পশ্চিম মিলে এই পৃথিবী,
জাতি, সম্প্রদায়, ধর্মগ্রন্থ, পত্রিকায় লিখলেন কবি।
জাহাজ, তারিখ আর ভৌগলিক নাম-
এর আগে The এর ব্যবহার হয় সহজে জানলাম।
►যেসব স্থানে Article বসে না -
a/an অনির্দিষ্ট একটি মাত্র ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়।
তাই plural word এর পূর্বে article a/an বসে না। শুধু মাত্র singular এবং অনির্দিষ্ট ব্যক্তি/ বস্তুর ক্ষেত্রে a/an ব্যবহৃত হয়। যেমনঃ a book, a pen, an apple ইত্যাদি।
“ভাষা(bangla, French etc),খাদ্য (bread, meat etc), গ্যাস (oxygen, hydrogen etc) আর রোগব্যধি (malaria, cancer, AIDS)
অদৃশ্য (information, advice), তরল বস্তু (tea, soup,oil), ক্ষুদ্র কনা(sand, rice, flour) থাকে যদি,
পাঠ্য বিষয় (physics, history, chemistry), প্রাকৃতিক বস্তু (sunshine, darkness), খেলাধুলা (football, cricket,chess)
এসব বিষয় non count – করোনা অবহেলা”
যেমনঃ bread, wood, oil, rice etc.
breads×, a wood×, one oil ×, rice are× is√ eaten by me.
বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ
বিঃ দ্রঃ উপরোক্ত লিখাটি Toefl- Tips4solution বই থেকে উদ্ধৃত। এটি খসড়া হিসাবে প্রকাশ করেছিলাম।
Toefl- Tips4solution বইতে প্রতিটি problem এর বাংলা ব্যাখ্যা, মনে রাখার টিপস এবং বিভিন্ন পরীক্ষায় আসা সর্বোচ্চ উদাহরণ উপস্থাপন ধারাবাহিক ভাবে উপস্থাপন করেছি। ডেমো দেখতে এখানে ক্লিক করুন। এখন বইটি পূর্ণ প্রকাশ করতে চাই। যদি কোন প্রকাশক বইটি প্রকাশ করতে এগিয়ে আসেন তাহেল 01770 100 492 এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল। বইটি সম্পর্কে আপনাদের মতামত প্রত্যাশা করছি।
ধন্যবাদ ।
সবাই ভাল থাকবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।