বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বেলা একটায়।
অবশ্য ম্যাথিউসের সিদ্ধান্তে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের চাওয়াও পূর্ণ হয়েছে। টসে জিতলে তিনি বোলিংই বেছে নিতেন বলে জানালেন।
মুশফিক জানান, প্রথম ওয়ানডেতে অভিষিক্ত পেসার আল-আমিনের জায়গায় দ্বিতীয় ওয়ানডেতে খেলবেন মাশরাফি বিন মুর্তজা।
ওয়ানডে সিরিজে হার এড়াতে জিততেই হবে বাংলাদেশকে।
২০১১ সালের ডিসেম্বরে পাকিস্তানের কাছে সর্বশেষ দেশের মাটিতে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এরপর ওয়েস্ট ইন্ডিজকে ৩-২ ও নিউ জিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে তারা।
আগের দিন সংবাদ সম্মেলনে তাই জয়ের জন্য ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিনটি বিভাগেই সতীর্থদের সেরাটা দেয়ার আহ্বান জানান বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।