আমাদের কথা খুঁজে নিন

   

টসে জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে। ম্যাথিউসের সিদ্ধান্তে অবশ্য সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমও। কারণ টসে জিতলে তিনি নাকি বোলিংই বেছে নিতেন।

মুশফিক জানান, প্রথম ওয়ানডেতে অভিষিক্ত পেসার আল-আমিনের জায়গায় দ্বিতীয় ওয়ানডেতে খেলবেন মাশরাফি বিন মুর্তজা।

ওয়ানডে সিরিজে হার এড়াতে জিততেই হবে বাংলাদেশকে।

২০১১ সালের ডিসেম্বরে পাকিস্তানের কাছে সর্বশেষ দেশের মাটিতে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। এরপর ওয়েস্ট ইন্ডিজকে ৩-২ ও নিউ জিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে তারা। আগের দিন সংবাদ সম্মেলনে তাই জয়ের জন্য ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিনটি বিভাগেই সতীর্থদের সেরাটা দেওয়ার আহ্বান জানান বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান।

স্বাগতিক দলের জন্য দুশ্চিন্তার কথা, উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও দেশের অন্যতম সেরা পেসার মাশরাফি বিন মুর্তজা এখনো চোট কাটিয়ে সেরে উঠতে পারেননি।

তবে দ্বিতীয় ওয়ানডেতে তাদের জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ। তামিম ফিরলে বাদ পড়তে পারেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। মাশরাফির প্রত্যাবর্তন হলে বাদ পড়বেন সোমবারই ওয়ানডেতে অভিষেক হওয়া পেসার আল-আমিন হোসেন।

মুশফিক উইকেটরক্ষকের দায়িত্ব পালন করলে দলে ফিরতে পারেন অলরাউন্ডার নাঈম ইসলাম। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক (তিন ম্যাচে ৫৪.৩৩ গড়ে ১৬৩ রান) উপেক্ষিত ছিলেন প্রথম ওয়ানডেতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।