বৃহস্পতিবার নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ সময় ২ মার্চ, বাছাই ৫ মার্চ ও প্রত্যাহারের শেষ সময় ১২ মার্চ।
এরই মধ্যে প্রথম দফায় ৯৮ উপজেলার মধ্যে ৯৭টির ভোট হয়েছে বুধবার। অপর উপজেলায় ভোট হবে ২৪ ফেব্রুয়ারি।
শিক্ষার্থীদের অসুবিধা না করতেই এসএসসি ও এইচএসসি পরীক্ষা ‘ফাঁকে’ ধাপে ধাপে স্থানীয় সরকারের এ নির্বাচন সারছে ইসি।
দ্বিতীয় ধাপে ১১৭ উপজেলায় ২৭ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ৮৩ উপজেলায় ১৫ মার্চ ও চতুর্থ ধাপে ৯২ উপজেলায় ভোট হবে ২৩ মার্চ।
দেশের ৪৮৭ উপজেলার বাকি উপজেলাগুলোয় শেষ ও ষষ্ঠধাপে ৩ মে ভোট করার পরিকল্পনা রয়েছে ইসির।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।