যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি
ছবিতে কোন অপার্থিব সৌন্দর্যের সম্ভার সামনে নিয়ে, শুষ্ক জ্যামিতিক প্রশ্নের অবতারণা ঘটানোর কোন যৌক্তিক প্রেক্ষাপট নেই । তবে অনেক সময়ই ছবিটা সত্য না মিথ্যা অর্থাৎ অরিজিনাল না এডিটেড-ফেক সেটা জানতে চাইলে আলো ছায়ার কিছু হিসেব নিকেশ করতে হয় !
সূর্যের আলো ছায়ার বিষয় গুলো আসে সোলার পজিশনের উপর, যার প্যারামিটার দুইটা : সোলার এজিমুথ ও এলিভেশন । শব্দ দুটা ঝেড়ে দেবার জন্য অনেক সময়ই হাত নিশপিশ করে, তবে প্রসংগিক ক্ষেত্র পাইনা । অথচ একটা ইমেজ এনালাইসিসের সময় এ দুটা "কী ফাকটার" ," প্রাইম প্যারামিটার " ।
"এজিমুথ" দিয়ে বুঝা যায় সূর্য পুব-পশ্চিম-উত্তর-দক্ষিণ ঠিক কোন দিকে আছে - সেই দিক থেকে ঠিক কত ডিগ্রী ডানে বা বয়ে আছে । মানে উত্তর দিকে হলে উত্তর দিকের সাথে ঠিক কত ডিগ্রী ডানে বা বায়ে আছে এইসব ।
আর এলিভেশন দিয় বুঝা যায় সূর্য কতটা উপরে আছে । দিগন্তে থাকলে শুন্য ডিগ্রী এলিভেশন, ঠিক মাথার উপরে থাকলে ৯০ ডিগ্রী , আর ঠিক মাথার উপর আর দিগন্তের মাঝামাঝি থাকলে ৪৫ ডিগ্রী... এভাবে-ই । এই এলিভেশন - টা বুঝা সোজা, যট উপরে তত ডিগ্রী বেশী, এভাবে সবচেয়ে বেশী ৯০, তার বেশী নাই । কিন্তু এজিমুথ বুঝতে একটু বেশী জ্যামিতিক হিসাব নিকাশ করতেহয় বৈ কি!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।