আমাদের কথা খুঁজে নিন

   

‘হজে দুই বিমান সংস্থাকে নির্দিষ্ট করা অবৈধ’

একটি রিটের চূড়ান্ত শুনানি করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়।

আদালতে রিটকারীপক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব শফিক ও অ্যাডভোকেট কে এম হাফিজুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান।

২০১৩ সালের গত ২৪ এপ্রিল হজ সংক্রান্ত এক সভার সিদ্ধান্ত হয়, ২০১৩ সালে কেবল সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইনের মাধ্যমে হজযাত্রী পরিবহন করা হবে।

ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হজযাত্রী রেজাউল ইসলাম, আল মাহমুদ ট্রাভেলসের স্বত্ত্বাধীকারী আব্দুল কবির খান ও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সাধারণ সম্পাদক রিট আবেদন করলে ওই বছরের ২৯ জুলাই হাই কোর্ট রুল দেয়।

পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ে যে কোনো এয়ারলাইন্সের ফ্লাইটে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার অনুমতি দেয় হাই কোর্ট।

পরে ওই আদেশ স্থগিত করে রুল শুনানির নির্দেশ দেয় আপিল বিভাগ। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে হাই কোর্টে এই রায় এলো।

রিট আবেদনে বলা হয়, কেবল দুটি এয়ারলাইন্সের মাধ্যমে হজযাত্রী পরিবহনের সিদ্ধান্ত ‘কম্পিটিশন অ্যাক্ট-২০১২’ এর সঙ্গে সাংঘর্ষিক। ওই সিদ্ধান্তের ফলে টিকেট পেতে কেবল দুটি বিমান পরিবহন সংস্থার ওপর নির্ভর করতে হয়।

এ ধরনের ‘মনোপলি’ সৃষ্টি করার মতো কোনো পরিস্থিতি দেশে সৃষ্টি হয়নি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।