আমাদের কথা খুঁজে নিন

   

মৃত বন্ধুর জন্মদিনে বাইচা থাকার ট্রমায় লিখা- এলিজি



ও হাওয়া মা আমার সন্তানেরে বোঝো না
এখন আমার কষ্ট হলেও আগামীতে হবেনা..
-রিংকন শিকদার (Rinkon Sikder)

তুই বাইচা থাকতে তোরে মনে পড়ত না, কিন্তু দেখা হইয়া যাইত মেলাদিন বাদে বাদে। আর এখন তুই হামেশা মনে পরিস। ভাবিস না যে, মন খারাপ হইয়া যায়... অন্তত তোকে দুঃখ দেয়া সেইসব দারুণ প্রেমিকাদের থেকে ঢের ঢের কম মন খারাপ হয় এবং অনেক অনেক বেশি এমনিই মনে পড়ে তোকে, জ্যান্ত।

তোর লগে দেখা হইলে কথাবার্তা শেষে কইতাম যে ওকে কিপ ভ্যালু এ্যডিং, ডার্লিং। আর, তুই মইরা যাবার পর তো দেখা গেলো বেশ ভ্যালু এ্যড হইতেছিল।

কিন্তু দেখ, অদ্যাবধি ভ্যালুলেস ফেক হইয়া আমি সস্তায় বাইচা রইতেছি। তইলে কি, এই ক্রমাগত ভ্যালু এ্যড করাটাই বাইচা থাকার সব না???!!!

এই অশেষ শুভ বাসনার দুনিয়াটায় তোর, আমার, আমাদেরও শুভজন্মদিন কালে কালে আসিয়াছে, আসিবে। এই শুভাশুভ দুনিয়ায় অশুভ বেঁচে থাকা আর মরে যাওয়ার ফাঁকফোকর দিয়া নিশ্চই নিরন্তর কোন শুভ ঘটিয়া যায়। অন্তত, এই আগত-অনাগত-বিগতদের শুভজন্মদিন।

ভাবতেছি, ভাবার ট্রাই করতেছি, আমাদের জন্ম আর বাইচা থাকার বিপরীতে তোর মইরা যাওয়ায় এইসব দুঃখ প্রকাশের অনিঃশ্বেষ, এই জীবন লইয়া কি করিব!

আজ তোর শুভজন্মদিন, তাইলে।




অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।