আমাদের কথা খুঁজে নিন

   

বড় বড় মার্কেটপ্লেসে কাজ পাচ্ছেন না? তাতে কী? হতাশ হবার কিছু নেই, এসইও মার্কেটপ্লেস seoclerks.com আছে না? এ যাত্রা শুরু করুন

অনেকেই বড় বড় মার্কেটপ্লেসগুলোতে কাজ না পেয়ে হতাশ হয়ে হাল ছেড়ে দেন। এটা ঠিক না, ফ্রিলেন্সিং এর জন্য মার্কেটপ্লেস অনেক আছে, তাহলে কেন আমরা হাতে গোনা দু একটাতেই পড়ে থাকবো? অন্যগুলোতে চেষ্টা করে আগে আপনার পরিচিতি বাড়ান আর মনে রাখবেন যে  একবার  আপনার যাত্রা শুরু হয়ে গেলে পরে আপনাকে আর কাজ খুজতে হবে না, কাজই আপনাকে খুঁজবে।
অধিক পরিচিত  গুটি কয়েক মার্কেট প্লেস ছাড়াও আরও অনেক অনেক সাইট আছে কাজ করার জন্য, তবে আজ আমি এমন একটি মার্কেটপ্লেস এর ব্যাপারে আলোচনা করবো, যেটি বিশেষ করে এস ই ও স্পেশালিস্টদের জন্য চমৎকার একটি কাজ করার প্লাটফর্ম। সেই সাইটটি হচ্ছে https://www.seoclerks.com/

Seoclerks.com এর  যাত্রা শুরু হয় ২০১১ তে এস ই ও মার্কেটপ্লেস হিসেবে। তবে সময়ের সাথে সাথে এর কাজের পরিধি বাড়ছে, বাড়ছে ফ্রিল্যান্সারদের সুযোগ-সুবিধা।

আপনার সুবিধার কথা চিন্তা করেই এর মধ্যে নিত্য নতুন ফিচার  চালু করা হচ্ছে প্রতিনিয়ত।
আপনি জেনে অবাক হবেন যে ২০১১ তে চালু হওয়া  Seoclerks  এর সদস্য সংখ্যা ২০১৩’র আগস্ট এসে দাঁড়ায় ৮৫ হাজার এবং সার্ভিস সংখ্যা ১ লক্ষ ২০ হাজার। আর ২০১৩’র আগস্ট পর্যন্ত Seoclerks তার সদস্যদের কে পে করেছে প্রায় ১৫ মিলিয়ন ডলার।
Seoclerks.com  সম্পর্কে বিস্তারিত এখানে আমি দেখানোর চেষ্টা করবো, নিম্নোক্ত ধাপ অনুযায়ী।
১. Seoclerks.com  এর বৈশিষ্ট্য,
২. কিভাবে কাজ করা যাবে,
৩।

কাজের ক্যাটাগরি,

৪.কীভাবে কাজ পাওয়া যাবে,
৫.সাইন আপ বা নিবন্ধন করার পদ্ধতি,  
৬.প্রোফাইল আপডেট করার পদ্ধতি
১. Seoclerks.com  এর বৈশিষ্ট্যঃ
এর প্রধান বৈশিষ্ট্য হল এখানে আপনি আপনার দক্ষতা দিয়ে আউটসোর্স করতে পারবেন, আবার তা এক্সচেঞ্জও করতে পারবেন অন্যদের সাথে । ব্লগ, লাইক্স, টুইটস, আর্টিকেল, বিভিন্ন বিষয়ের উপর লেখা বই, সফটওয়ার এবং থিম সেল করা যাবে। আপনার টিম মেম্বার রা যদি আর্টিকেল লেখায় এক্সপার্ট হয়, তাহলে এস ই ও’র পাশা পাশি আপনি আর্টিকেল সেল করতে পারেন অনায়াসেই। আপনি আপনার পছন্দমত জব না পেলে আপনার দক্ষতার বর্ণনা দিয়ে তা সেলের জন্য পোস্ট করতে পারেন, সাথে তো আপনার রেট থাকবেই। তখন বায়ার নিজেই আপনাকে নক করবে মেইল অথবা সরাসরি চ্যাট এ।

আবার আপনি যদি কোন কিছুর জন্য  অর্ডার দিয়ে থাকেন, সেটা রেডি হবার সাথে সাথে তা আপনাকে Seoclerks নোটিস পাঠাবে। এবার আপনি চাইলে তা এক্সেপ্ট করতে পারেন আবার না চাইলে ডিনাইও করতে পারেন। সবচেয়ে মজার ব্যাপার হলো আউটসোর্সিংয়ের  পাশা পাশি  এফিলিয়েটিং  করেও প্রচুর লাভবান হতে পারবেন।
২. কিভাবে কাজ করা যাবে 
আপনি কাজে বিড করতে পারবেন ‘want to buy’ option এ গিয়ে। এখানে বায়ার রা তাদের প্রজেক্ট সাবমিট করেন উপযুক্ত ফ্রিলেন্সার হায়ার করার জন্যে।

আপনি আপনার দক্ষতার ভিত্তিতে পছন্দমতো প্রজেক্টে বিড করবেন, তবে আবশ্যই প্রজেক্ট ডিটেইলস আগে ভালো করে পড়ে নিতে হবে।
আর ‘want to trade’পার্ট এ আপনি সার্ভিস প্রোভাইড এবং এক্সচেঞ্জ করতে পারবেন।
৩। কাজের ক্যাটাগরি :  যদিও প্রথমে এস ই ও’র জন্যেই Seoclerks এর যাত্রা শুরু হয়েছিলো, তবে এখন আপনি বিভিন্ন ধরণের কাজ পাবেন তবে আপনাকে প্রথমেই ঠিক করে নিতে হবে আপনি কোন কেটাগরির কাজ খুঁজছেন। তাই   নিম্নোক্ত উপায়ে আপনাকে এগিয়ে যেতে হবে,

আপনি যদি জবে বিড করতে চান, তাহলে ‘want to buy’ অপশনে যাবেন, যদি সার্ভিস প্রভাইড বা স্কিল এক্সচেঞ্জ করতে চান, তাহলে যাবেন   ‘want to trade’ অপশনে।


আর buy tweet, articles, blog reviews, e-books, software, themes এগুলো ট বুঝতেই পারছেন , এখান থেকে বায়ার তার চাহিদা অনিযায়ী এক বা একাধিক পণ্যটি কিনে নিতে পারে।
৪.সাইন আপ বা নিবন্ধন করার পদ্ধতি, 
https://www.seoclerks.com/signup এই লিঙ্ক  এ গেলেই become a member page টা চলে আসবে, যথারীতি আপনার email ID, User Name, Full Name, strong Password আর Skills  বসিয়ে Submit করলেই আপনি হয়ে যাবেন এই মার্কেটপ্লেসের একজন গর্বিত সদস্য।  বিভিন্ন সোশাল নেটয়ার্কগুলোর মাধ্যমেও join করতে পারবেন ,  তবে তা না করাই ভালো। skills এর জায়গায় আপনি একের অধিক skill দেখাতে পারবেন।
৫.প্রোফাইল আপডেট করার পদ্ধতি
সাইন আপ করার পর আপনার ইমেল আইডি ভেরিফিকেশনের জন্যে মেইল পাঠানো হবে, তাই একাউন্ট আপডেট করার জন্য মেইলে গিয়ে সাইট লিঙ্কে ক্লিক সাইট টি তে প্রবেশ করুন।


Your Settings এ গিয়ে আপনার money withdraw, e-mail, Profile and Private Messages, API Info, Additional Info এগুলো   ধীরে সুস্থে বিষয় গুলো বুঝে এক এক করে আপডেট করুন।
এই পর্যায়ে আপনি নিম্নের স্ক্রিন শট অনুযায়ী আপনার সার্ভিস create করে নিন। এই ছকে,

ভাল রেট এবং সুন্দর ও স্পষ্টভাবে আপনি এখানে আপনার দক্ষতা উল্লেখ করবেন। তা দেখে যেন বায়ার আকৃষ্ট হয়ে নিজেই আপনাকে বেছে নেয়।
আরও একটি গুরুত্বপূর্ণ কথা, আপনার সার্ভিস লিংকটি বিভিন্ন সোশাল মিডিয়াতে share করুন.
আপনার GIGঅর্থাৎ সার্ভিস লিংটি  নিয়ে বিভিন্ন ফোরাম পোস্ট করুন.
এটি Stumbleupon, Reddit, Digg এ submit করুন।

আর আপনার নিজস্ব web site থেকে থাকলে, সেখনে seoclerk এর আপনার GIG টি নিয়ে review লিখুন।
এতে করে আপনার সার্ভিসটির প্রচার বাড়বে এবং বায়ার রা সহজেই আপনাকে খুঁজে পাবে।
সবকিছু বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, Seoclerks.com  এ আপনার ধাপ গুলো হবে ঠিক এরকম,
সুতরাং বন্ধুরা, আর দেরী নয়, এক্ষুনি একটি একাউন্ট খুলে ফেলুন http://www.seoclerks.com এ আর অচিরেই অনলাইন ইনকাম করে হয়ে উঠুন একজন সফল ফ্রিল্যান্সার।
শুভকামনা রইলো সবার জন্য।
কারো কোন প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন, আমাকে সব সময় পাবেন ,
এখানে https://www.facebook.com/IfatSharmin
এবং
https://www.facebook.com/groups/creativeit/
ধন্যবাদ সবাইকে।


সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।