ভোট ‘সুষ্ঠু’ হলে ৯৭ উপজেলার শতকরা ৯৫ ভাগে ১৯ দলীয় জোট সমর্থিত প্রার্থীরা জয়ী হতেন বলে তার দাবি।
বুধবার অনুষ্ঠিত ৯৭টি উপজেলা পরিষদে নির্বাচনে ৫৬টিতে চেয়ারম্যান পদে জয়ী হন বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা ৩৩টিতে চেয়ারম্যান হয়েছেন।
ভোটের শুরু থেকে ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আসা ফখরুল ফল প্রকাশের পর বৃহস্পতিবার বলেন, “অনেকে স্থানে ক্ষমতাসীনরা ভোট কেন্দ্র দখল করে ব্যালেট পেপারে সিল মেরেছে।
“আমরা বিশ্বাস করি, সুষ্ঠু নির্বাচন হলে শতকরা ৯৫ ভাগ বিরোধী দলের সমর্থিত প্রার্থীরাই উপজেলা পেত।
”
নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি জাতীয় নির্বাচন বয়কট করলেও স্থানীয় সরকারের ভোট হিসেবে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে।
নির্দলীয় সরকারের দাবিতে সংসদ নির্বাচন বয়কটের সিদ্ধান্ত সঠিক ছিল দাবি করে ফখরুল বলেন, “অনেকে আন্দোলনে হতাশা ব্যক্ত করেছেন। আমি বলব, হতাশার কিছু নেই। আমরা আন্দোলনের শতভাগ সফল হয়েছি।
“ওই আন্দোলনই প্রমাণ করেছে, শেখ হাসিনা ও আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
ওই আন্দোলনেই আওয়ামী লীগ গণবিচ্ছিন্ন হয়ে গেছে। ’’
বেশিরভাগ উপজেলায় জয়ে নেতাকর্মীদের আত্মতৃপ্তিতে না ভুগে সরকার হটানোর আন্দোলনে নামার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
সরকারের উদ্দেশে তিনি বলেন, “এখনো সময় আছে, বিলম্ব না করে দ্রুত সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। ”
বিরোধী নেতা-কর্মীদের ‘গুম’ করার জন্য সরকারকে দায়ী করে তা বন্ধের দাবিও জানান ফখরুল।
“আজ সকালে নাটোরের এক নেতার লাশ মৌলভীবাজারের কাছে পাওয়া গেছে।
কয়েকদিন আগে তাকে হাই কোর্ট প্রাঙ্গণ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। ”
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফখরুল।
আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ, ব্যারিস্টার খন্দকার মাহবুব হোসেন, ভাষাসৈনিক প্রয়াত অলি আহাদের মেয়ে রুহিন ফারহানা, বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।