আমাদের কথা খুঁজে নিন

   

আর ৬ উইকেট চাই বাংলাদেশের

জিম্বাবুয়ের শেষ দিন প্রয়োজন আরো ২৬৩ রান। হ্যামিল্টন মাসাকাদজা ৪৬ ও ‘নাইটওয়াচ ম্যান’ শিঙ্গিরাই মাসাকাদজা ৭ রানে অপরাজিত। দ্বিতীয় ইনিংসে পেসার রবিউল ইসলাম সাফল্য না পেলেও রেগিস চাকাবভাকে বোল্ড করে শুরুতেই দলকে ‘ব্রেকথ্রু’ এনে দেন সাকিব আল হাসান। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান ভুসিমুজি সিবান্দাকে ফেরানোর কৃতিত্বও সাকিবের। শর্ট এক্সট্রা কাভারে সিবান্দার সহজ ক্যাচ তালুবন্দী করতে কোনো ভুল করেন নি সোহাগ গাজী।

প্রথম ইনিংসে ৭ ওভারে মাত্র ৮ রান দিলেও কোনো উইকেট পাননি অভিষিক্ত অলরাউন্ডার জিয়াউর রহমান। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক ব্রেন্ডন টেইলরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে তিনিই স্বাগতিকদের সবচেয়ে বড় ধাক্কা দিয়েছেন। এরপর ম্যালকম ওয়ালারকেও বোল্ড করে বাংলাদেশকে ভালো অবস্থানে নিয়ে এসেছেন জিয়া। বাংলাদেশের পক্ষে জিয়া ও সাকিব দুটি করে উইকেট নিয়েছেন। এর আগে রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে ৫ উইকেটে ১৬৩ রান নিয়ে খেলা শুরু করে।

দ্বিতীয় সেশনে ৯ উইকেটে ২৯১ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অতিথিরা। সকালে অধিনায়ক মুশফিকুর রহিম ও নাসির হোসেনের সতর্ক ব্যাটিং বাংলাদেশের অবস্থান সুসংহত করে। মধ্যাহ্ন-বিরতির আগে শেষ ঘন্টায় স্বাগতিকরা নেতিবাচক বল করলেও ফাঁদে পা দেননি দুই ব্যাটসম্যানের কেউই। মাত্র সাত রানের জন্য শতক পাননি মুশফিক। হ্যামিল্টনের লাফিয়ে উঠা বল তিনি ঠিকভাবে না পারায় ব্যাকওয়ার্ড পয়েন্টে সিবান্দার দুর্দান্ত ক্যাচে পরিণত হলে ভাঙ্গে ৮৪ রানের চমৎকার জুটি।

মুশফিকের ১৫৩ বলের ইনিংসে ৯টি চার। এরপর রানের খাতা খোলার আগেই জিয়া বিদায় নিলে অস্বস্তিতে পড়ে বাংলাদেশ। তবে সোহাগ গাজী, সাজেদুল ইসলাম ও রবিউলকে সঙ্গে নিয়ে দলকে চারশ রানে এগিয়ে নেন নাসির। সাকিব, মুশফিকের মত চলতি টেস্টের দুই ইনিংসে অর্ধশতক পেয়েছেন নাসিরও। শেষ পর্যন্ত ৬৭ রানে অপরাজিত থাকা নাসিরের স্বভাববিরুদ্ধ ১২৯ বলের ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা।

৫৮ রানে ৪ উইকেট নিয়ে শিঙ্গিরাই জিম্বাবুয়ের সেরা বোলার। ২৪ রানে ৩ উইকেট নেন হ্যামিল্টন। সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ৩৯১ (সাকিব ৮১, নাসির ৭৭, মুশফিক ৬০, নাসির ৭৭; চিগুম্বুরা ৩/৭৫) ও ২৯১/৯ ডিক্লে. (তামিম ৭, জহুরুল ২, আশরাফুল ৪, মমিনুল ২৯, সাকিব ৫৯, মুশফিক ৯৩, নাসির ৬৭*, জিয়া ০, সোহাগ ১১, সাজেদুল ৪, রবিউল ৪*; শিঙ্গিরাই ৪/৫৮, হ্যামিল্টন ৩/২৪, ক্রেমার ১/৭০, জার্ভিস ১/৮০)। জিম্বাবুয়ে: ২৮২ (চিগুম্বুরা ৮৬, মুতুমবামি ৪২; রবিউল ৫/৮৫, সোহাগ ৪/৫৯) ও ১৩৮/৪ (সিবান্দা ৩২, চাকাবভা ২২, হ্যামিল্টন ৪৬*, টেইলর ১০, ওয়ালার ১৫, শিঙ্গিরাই ৭*; জিয়া ২/৩৬, সাকিব ২/৪৫)।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।