আমাদের কথা খুঁজে নিন

   

আমার "৭১" কারো ভিক্ষার দান নয়...



আমাদের ৭১-এর রক্তাক্ত ইতিহাস বনরুটির মত কোন পদার্থ নয় যে ইন্ডিয়ার কুকুরগুলো কামড়া-কামড়ি শুরু করবে!
ইন্ডিয়া তুমি তোমার কুকুর সরাও নইলে বাঁশ দিয়ে পিটিয়ে সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রাখা হবে।

জাতি হিসেবে ইন্ডিয়া বরাবরই স্বার্থের জন্য নির্লজ্জ্বতার শেষ সীমায় নামতে দ্বিধাবোধ করে না। তবু এদের মধ্যে অসামন্য দেশপ্রেম আছে।
আর আমদের মধ্যে আছে দালালি আর তোষামোদি। ইন্ডিয়ার মাতালগুলো আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে এতো বড় মিথ্যাচার করলো কিন্তু আমাদের রাজনীতিবিদরা কোন প্রতিবাদ করছে না কেন?? কিসের এতো ভয়? আর কত অসভ্যতা করলে ভাঙ্গবে এইসব তথাকথিত অসম প্রেম? আমাদের সুশীলগুলা কই?

ইন্ডিয়া আমাদের নদীর জল চুরি খেয়েছে।

টিপাইমুখ বাঁধ আমাদের জন্য অশনী সংকেত। ওরা আমাদের চ্যানেল দেখায় না কিন্তু ওদেরটা দেখতে আমরা বাধ্য। প্রতিদিন সীমান্তে ওরা আমাদের মানুষ মারছে। ইন্ডিয়া আমাদের সুন্দরবন কেড়ে নেবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো। আমাদের অপদার্থগুলো ওদের ভোট দিয়ে ক্রিকেটের বাদশা বানালো।

আফসোস!

ইন্ডিয়ার প্রতি ঘৃনা জানাবার ভাষা খুঁজে পাচ্ছি না। কুকুর কুকুরই থাকে সভ্য হয় না। কুকুরের কাছে ভালো কিছু প্রত্যাশা করাও ভূল। দুঃখ একটাই আমরা বেঁচে আছি একদল দেশপ্রেমহীন, দালাল আর চাটুকারের মাঝে। এই দুঃখের অবসান কবে হবে কে জানে!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।