আমাদের কথা খুঁজে নিন

   

মৃত লোকগুলোর জীবিত ভাব নেয়ার দৃশ্যটি ছিল করুণ

ঋ উড়ন্ত পাখি লাফ দিয়ে ধরার শখ কয়জনের থাকে? এই প্রশ্নটা আমার মনে যখন প্রথম এসেছিল, তখন আমি দেখছিলাম – একটা মেয়ে শিশু লাফ দিয়ে পায়রা ধরার চেষ্টা করছে। পায়রাটি একবার কার্নিশে বসে তো তিনবার মেয়েটির মাথার কাছাকাছি উড়াউড়ি করে। তাই পায়রাটি যে দুষ্ট ছিল সেটা আমি আন্দাজ করতে পেরেছিলাম। আর বুঝতে পেরেছিলাম মেয়েটির চোখ কেন বারবার ছোট হয়ে আসছিল। এ মইরা গেলাম গো, আমি একেবারে মইরা গেলাম।

বৃদ্ধা মহিলার এইরকম চিৎকার রাস্তার ওপাশ থেকে একদল মৃত লোক উপভোগ করছিল। মৃত লোকগুলো এমনভাবে তাকিয়ে তাকিয়ে বৃদ্ধা মহিলাকে দেখছিল যে, যেন তারা জীবিত, কোন কালেই তারা মারা যায়নি। বৃদ্ধা মহিলার মৃত্যু'র পৃর্ব-দৃশ্যের চেয়ে মৃত লোকগুলোর জীবিত ভাব নেয়ার দৃশ্যটি ছিল করুণ। ঐ টুনাটুনি সংসারকে আলোকিত করে এক টুনটুনি এসে উপস্থিত। টুনা অনেক গবেষণা করে বের করলো টুনটুনি আগের জনমে রূপকথার রাজকন্যা ছিল।

টুনি’র গবেষণায় বেরিয়ে আসলো টুনটুনি হল এনজেলের বাচ্চা। তাই টুনা টুনটুনিকে ডাকে রাজকন্যা, টুনি টুনটুনিকে ডাকে এনজেল। এভাবেই আস্তে আস্তে করে একটি সুখী পরিবারের জন্ম হল এবং তা বেড়ে উঠতে লাগলো...........। ---- অ-আ-ই ই, ঈ, উ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।