আমাদের কথা খুঁজে নিন

   

আসেন গুন্ডে ছবির রেটিং এর বারোটা বাজাই



কয়দিন আগেও গুন্ডে মুভির রেটিং ছিল ৬/১০ ।
কিন্তু বর্তমান রেটিং ২।৬/১০।
৪৭০০+ ইউজাররা রেটিং করেছেন মুভিটা। রেটিং দেখে মনে হচ্ছে ভাগ বাংলাদেশী।আসুন আমরা যারা অনলাইনে আছি ছবিটার রেটিং ১০ এ ১ দিতে থাকি, যাতে ছবির রেটিং ১ এ দাঁড়ায় , ছবিটা অন্যতম বাজে ছবির খেতাব প্রাপ্ত হয়।
এখনও যারা এই মুভির রেটিং করেননি তারা IMDb তে লগিন করে (ফেসবুক দিয়েও লগিন করার অপশন আছে) মুভিটার রেটিং ১/১০ দিয়ে দিন।
IMDb লিংকঃ

গুন্ডে

আশা করি ভবিষ্যতে লাখো শহীদের রক্ত দিয়ে লিখা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে তামাশা করার সাহস ইয়াস রাজ তথা যকোনো মিডিয়ার হবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।