আমাদের কথা খুঁজে নিন

   

আজও আক্রান্ত বাঙলা, নেই শুধু সেসব ভাষা সৈনিকরা।



ভাষা সৈনিকরা যদি দেখতে পেত সারা বছর হিন্দি গান-সিনেমায় মেতে থাকা তাদের বাঙালী ভাইবোনরা একদিন "আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো......" গাইছে তাহলে তারা ক্ষেপে যেত। ভাষা সৈনিকরা যদি আজ বেঁচে থাকতো তাহলে ৫২তে উর্দুর বিপরীতে বাঙলার জন্য তারা যেমনি জীবন দিয়েছিল তেমনি আজ হিন্দির বিপরীতে বাঙলার জন্য জীবন দিত।
পাকিস্তানিরা লাথি দিয়ে আমাদের মুখ থেকে উর্দু বের করতে চেয়েছিল। পারে নি। কিন্তু হিন্দুস্তানীরা নেচে-গেয়ে-রঙঢং করে ঠিকই হিন্দি বের করে নিয়েছে।
৫২ বাঙলার জন্য গৌরবময় ও সৌভাগ্যের ছিল কারণ তখন বাঙলার জন্য জীবন দেওয়ার মত তরুণরা ছিল কিন্তু আজ বাঙলা বড়ই অসহায় কারণ বাঙলার জন্য জীবন দেওয়া দূরে থাক বরং বাঙলার উপর হিন্দির এই আগ্রাসন উপলব্ধি করতেও তরুণরা অক্ষম। কেউ কেউ আবার উপলব্ধি করতে পারলেও নাচ-গান-রঙঢং থেকে বঞ্চিত হওয়ার আশংকায় এই আগ্রাসন স্বীকার করতেও নারাজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।