আমাদের কথা খুঁজে নিন

   

'বিএনপি জঙ্গিদের দল হয়ে যাচ্ছে'

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১৯ দলীয় জোটে অনেকেই আছে যাদের সাথে জঙ্গিগোষ্ঠীর  সম্পৃক্ততা আছে।

অবিলম্বে বিএনপিকে তাদের সঙ্গ ত্যাগের পরামর্শ দেন তিনি।

হাছান মাহমুদ বলেন, দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি মিথ্যে বলায় পারদর্শী। প্রকৃতপক্ষে তাদের রাজনীতি মূলত মিথ্যের ওপর।

‘‘সাম্প্রতিক সময়ে স্থানীয়, সংসদ, উপজেলা নির্বাচন কোনটি নিয়ে তারা সত্য বলেন নি।

গতকাল হওয়া নির্বাচন নিয়েও তারা মিথ্যে বলেছেন। ’’

‘‘নির্বাচনের কয়েকদিন আগে থেকে বিএনপি বিভিন্ন অনুযোগ-অভিযোগ করেছে। নির্বাচনের দিনও সংবাদ সম্মেলন করেও নানা অভিযোগ করেছেন। অথচ অনেক জায়গায় তাদের প্রার্থীরা জয়ী হয়েছেন। এখন তারা কি বলবেন?’’

কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রথম ধাপে ৯৭ উপজেলায় শান্তিপূর্ণ হয়েছে দাবি করে হাছান মাহমুদ নির্বাচনে অংশ নেয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ দেন।

উপজেলা নির্বাচনে বিএনপি ও জামায়াত প্রার্থীরা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের চেয়ে বেশি জায়গায় জয়ী হওয়া প্রসঙ্গে সাবেক পরিবেশমন্ত্রী হাছান বলেন, ‘‘উপজেলা নির্বাচন দলীয় নয়। এটি স্থানীয় নির্বাচন। এখানে দলগুলো স্থানীয়ভাবে প্রার্থী ঠিক করে থাকেন।

"উপজেলা নির্বাচনের মাধ্যমে কোন দল কতোটুকু জনপ্রিয় তা পরিমাপ করা সম্ভব নয়। ’’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরল আলম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি মোসলেম উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।