মাঝে মাঝে বৃষ্টি দেখে হাত বাড়ানোর ইচ্ছে জাগে... ভেতর ভেতর যাই পুড়ে যাই, কেউ জানেনা আমার আগে...
আমি লিখেছিলাম ভুল পাতায়
কাগজ ওলটাতেই দেখি জলের শব্দ।
অক্ষর মিশে গেছে কান্নায়।
কেউ বলে, জল মিশে যায় জলে
শরীর জুড়ে অদ্ভুত খেয়াল!
মুছে যায় দাগ, অক্ষর, শব্দ বা আঁচড়
মিশে যায় জলে।
জল মিশে যায়!
সন্ধ্যার বিষণ্ণ মন
ছুঁয়ে দেখি আজ
ফোঁটা ফোঁটা জলের ভেতর
লেখা আছে গোটাটা জীবন!
--------------------------------
জল মিশে যায় জলে/সাদাত হোসাইন
২৫.১.২০১৪
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।