আমাদের কথা খুঁজে নিন

   

বিসিএসআইআর-এর সংক্ষপ্তি পরচিতি ও র্কাযক্রম

জাতীয় শিল্প উন্ন্য়নে স্বয়ম্বরতা অর্জনের লক্ষ্যে বহুমূখী বিজ্ঞান ও শিল্প গবেষণা কার্যক্রম পরিচালনা করার উদ্দেশ্যে ১৯৫৫ সালে তদানীন্তন পিসিএসআইআর-এর অঙ্গ প্রতিষ্ঠান পূর্বাঞ্চালীয় গবেষণাগারের প্রখ্যাত বিজ্ঞানী ও শিক্ষাবিদ ডঃ মুহাম্মদ কুদরাত এ খুদার অক্লান্ত শ্রম ও গতিশীল নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীকালে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) রূপে পুনর্গঠিত হয়। পরিষদের নয়টি গবেষণাগার/গবেষণা ইনস্টিটিউট রয়েছে। এগুলো হচ্ছে- ১. বিসিএসআইআর গবেষণাগার, ঢাকা; ২. বিসিএসআইআর গবেষণাগার, চট্টগ্রাম; ৩. বিসিএসআইআর গবেষণাগার, রাজশাহী; ৪. খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট (আইএফএসটি), ঢাকা; ৫. জ্বালানী উন্নয়ন ও গবেষণা ইনস্টিটিউট (আইএফআরডি), ঢাকা; ৬. পাইলট প্ল্যান্ট এ্যান্ড প্রসেস ডেভলপমেন্ট সেন্টার (পিপি এ্যান্ড পিডিসি), ঢাকা; ৭. লেদার রিসার্চ ইনস্টিটিউট (এলআরআই), নয়ারহাট, সাভার, ঢাকা এবং ৮. ইনস্টিটিউট অব গ্লাস এ্যান্ড সিরামিক রিসার্চ এ্যান্ড টেস্টিং (আইজিসিআরটি), ঢাকা। ৯. ডেজিগনেটেড রেফারেন্স ইনষ্টিটিটিউট ফর কিমিক্যারমেজারমেন্ট ( DRICM) বর্তমানে বিসিএসআইআর, জয়পুরহাটে “ইনস্টিটিউট অব মাইনিং, মিনারোলজি এ্যান্ড মেটালার্জি” নামে একটি গবেষণাগার প্রতিষ্ঠার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ প্রতিষ্ঠানটি দেশের খনিজ সম্পদ এবং এর সম্ভাবনা ও প্রযুক্তি সংশ্লিষ্ট গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ডের কাজে নিয়োজিত হবে। এছাড়াও গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি বিসিএসআইআর-এর বিজ্ঞানী ও প্রকৌশলীরা সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানসমূহ ও শিল্পসমূহের প্রেরিত সাময়িক সমস্যাসমূহের গবেষণা ও বিশ্লেষণধর্মী সমাধান করে সেবা প্রদান করছে। বিসিএসআইআর এর কর্মকান্ডের এ সংক্ষিপ্ত বিবরন অনেকের সাধারন কৌতুহল নিবৃত করতে সাহায্য করবে। আশা করা যায় যে, বিসিএসআইআর এর বর্তমান অবস্থা ভালভাবে জানবার জন্য এটি একটি সংক্ষিপ্ত চিত্র। পরিষদের উদ্দেশ্য ও আদর্শ * দেশের শিল্প-কারখানা প্রতিষ্ঠা ও উন্নয়নের সাথে সম্পর্কযুক্ত বিজ্ঞান, শিল্প ও প্রযুক্তি বিষয়ক সমস্যাবলীর উপর গবেষণা করা, গবেষণায় উৎসাহিত করা ও গবেষণা পরিচালনায় পরামর্শ প্রদান করা; * দেশের অর্থকরী সম্পদসমূহ যথাযোগ্যভাবে আহরণ ও ব্যবহারের উদ্দেশ্যে বিজ্ঞান ও শিল্প গবেষণার উন্নয়ন সাধনের লক্ষ্যে গবেষণাগার, কারিগরি কর্মশালা, ইনস্টিটিউট এবং প্রতিষ্ঠান স্থাপন করা, পরিচালনা করা ও উন্নয়নসাধন করা; * শিল্প কারখানা সহায়ক গবেষণার লক্ষ্যে গবেষণাগার প্রতিষ্ঠা করা; * পরিষদের আওতাভুক্ত গবেষণার ক্ষেত্রসমূহে ফেলোশীপ প্রথা প্রবর্তন ও প্রদান করা; * বিধি বিধান মোতাবেক বিশ্ববিদ্যালয় অথবা অন্যন্য গবেষণা প্রতিষ্ঠানসমূহকে কোন নির্দিষ্ট বৈজ্ঞানিক, শিল্প ও প্রযুক্তি গবেষণা পরিকল্পনা ও প্রকল্পে অনুদান প্রদান করা; * এই পরিষদ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের গবেষণালদ্ধ ফলাফল ও আবিষ্কারসমূহকে বাণিজ্যিকভিত্তিতে ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করা; * বিজ্ঞান, শিল্প ও প্রযুক্তি বিষয়ে তথ্য সংগ্রহ ও বিতরণ এবং এ সংক্রান্ত বৈজ্ঞানিক প্রবন্ধ, প্রতিবেদন ও সাময়িকী প্রকাশ করা; * বিভিন্ন বিজ্ঞান ও শিল্প গবেষণা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা করে কার্যক্রম গ্রহণ করা; * পরিষদের প্রতিষ্ঠিত ইনস্টিটিউট ও গবেষণাগারে উদ্ভাবিত শিল্প পদ্ধতিসমূহের পেটেন্ট করা ও লীজ প্রদানের মাধ্যমে বাণিজ্যিক ব্যবহারের ব্যবস্থা করা; * পরিষদের বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক গ্রন্থাগার, যাদুঘর, গবেষণার উদ্দেশ্যে ঔষধি ও অন্যান্য বৃক্ষ রোপন এবং হার্বেরিয়াম প্রতিষ্ঠা করা এবং * পরিষদ সংক্রান্ত অধ্যাদেশের উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনে এ ধরনের অন্যান্য কার্যক্রম গ্রহণ করা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।