বাংলাদেশ দলকে উৎসাহ জোগাতে পুরো একটি গানের অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে ব্যান্ড 'দূরবীন'। অ্যালবামটির নাম 'ট্রিবিউট টু বাংলাদেশ'। আজ বিকাল ৪টা ৩০ মিনিটে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হবে। পাশাপাশি থাকছে একটি স্টেজ পারফরম্যান্স। এতে গান পরিবেশন করবেন 'দূরবীন'সহ এই অ্যালবামের অন্য শিল্পীরা।
এ প্রসঙ্গে দূরবীন ব্যান্ড প্রধান শহীদ বলেন, 'গত বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ জোগাতে 'জ্বলে উঠো বাংলাদেশ' শিরোনামে একটি গান করেছিলাম আমরা। এবার এটা গোটা অ্যালবাম। বাংলাদেশ দলের প্রতি ভালোবাসা এবং উৎসাহ জোগাতেই আমাদের এই উদ্যোগ। ' তিনি আরও বলেন, 'মোড়ক উন্মোচনের পর লাইভ কনসার্ট হবে। এ সময় গানে গানে বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানাবেন সবাই।
'ট্রিবিউট টু বাংলাদেশ' অ্যালবামটি প্রযোজনা করেছে 'দূরবীন এন্টারটেইনমেন্ট'। এতে মোট গান থাকছে নয়টি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।