আমাদের কথা খুঁজে নিন

   

২৯ মার্চ সংরক্ষিত নারী আসনের ভোট

সংরক্ষিত নারী আসনের ভোট আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে ৫টা ইসি কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

আজ রবিবার বেলা আড়াইটায় সিইসি এ তফসিল ঘোষণা করেন।

সিইসি জানান, প্রার্থীদের নাম প্রস্তাব ৪ মার্চ ইসি কার্যালয়ে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত এবং যাচাই বাছাই ৬ মার্চ ইসি কার্যালয় সকাল ৯টা থেকে ৫টায়। ১২ মার্চ প্রত্যাহার একই স্থানে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে যুগ্মসচিব জেসমিন তুলিকে। সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন উপ-সচিব মিহির সারোয়ার মুর্শিদ। পোলিং-কর্মকর্তা হলেন, সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন ও সিনিয়র সহকারী সচিব মো. শাহ আলম।

টাঙ্গাইল-৮ আসনের উপ-নির্বাচনের তারিখ পরিবর্তন হয়েছে। ২৩ মার্চের পরিবর্তে ২৯ মার্চ এ নির্বাচন হবে আইন-শৃঙ্খলা বাহিনীর সুবিধার্থে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।