পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ফেরী পরাপার ২৪ ঘন্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
উপজেলার আন্ধারমানিক নদীতে ফেরিটির তলায় ছিদ্র হওয়াতে জেলা সড়ক ও জনপথ বিভাগ আজ রাত ১১ টা থেকে সোমবার রাত ১১টা পর্যন্ত এই ফেরী চলাচল বন্ধ রেখে মেড়ামতের উদ্যোগ নিয়েছে।
পটুয়াখালী নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামের স্বাক্ষারিত এক বিজ্ঞপ্তি দেয়া হয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর গুলোতে। এদিকে হঠাৎ করে ফেরি চলাচল বন্ধ করে মেড়ামতের উদ্যোগ নেয়ার ফলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত শত শত পর্যটকসহ পিকনিক পার্টির সদস্যরা হতাশ হয়ে পড়ছেন।
কুয়াকাটায় পিকনিকে আসা মো. নাসির উদ্দিন জানান, আমরা আজ দুপুরে একশ শিক্ষার্থী নিয়ে কুয়াকাটায় এসেছি।
এখানে পৌছে ফেরী কর্মচারী ও স্থানীয়দেও মাধ্যমে শুনি কলাপাড়া ফেরিটি ২৪ ঘন্টার জন্য পারাপার বন্ধ থাকবে। পর্যটক মৌসুমে ফেরি কর্তৃপক্ষে সিদ্ধান্তে আমরা হতাশ হয়ে গেলাম। বুক ভরা আশা নিয়ে ছাত্র-ছাত্রিদের নিয়ে কুয়াকাটায় পিকনিকে এসেছিলাম। সে আশা ভেস্তে গেছে।
শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, যদিও বরিশালে বসবাস করি; কিন্তু কুয়াকাটায় আসার সুযোগ হয়নি।
শিক্ষা সফরে কুয়াকাটায় এসেছি। কেন না গন্তব্যে পৌছে শুনি কলাপাড়ার ফেরীটি বন্ধ থাকবে।
পটুয়াখালী-কুয়াকাটা রুটের কলাপাড়া ফেরীর দায়িত্বে নিয়োজিত উপসহকারি প্রকৌশলী বেল্লাল হোসেন সাংবাদিকদের বলেন, এক সপ্তাহ আগে কলাপাড়া ফেরির তলদেশে বিশাল ছিদ্রের সৃষ্টি হয়। এর ফলে ফেরীটি যানবাহন পারাপার করতে গিয়ে নানা সমস্যার সম্মুখিন হয়। আন্ধারমানিক নদীতে ভাটার সময় ফেরীটি কাদায় আটকে পড়ে।
এমনকি সার্বক্ষনিক সেচ পাম্প দিয়ে সড়াতে হয়। এমন পরিস্থিতিতে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন কুয়াকাটায় আসেন তখন আমাদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এ কারনেই জরুরী ভিত্তিতে ফেরিটি মেড়ামত করা হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।