আমাদের কথা খুঁজে নিন

   

তুমি ধীর পায়ে এলে

আমি এমন এক সাধারন মানুষ হতে চাই যে অসাধারন হবার পেছনে দৌঁড়ায়না এবং বিনা প্রশ্নে কিছু গ্রহন করেনা ।

প্রাঞ্জল বাতাসে
তিরতির করে
কাঁপতে দেখছিলাম
গাছের আপাদমস্তক ।
এমনকি গুঁড়িও
নিজেকে স্থানু দেখতে চায়নি ।
আশ্চর্য তাই না ?
সন্ধ্যার ঘাস ক্রমশ
প্রাত্যহিক রক্তাক্ত অবয়বে
মনে করিয়ে দিচ্ছিলো ,
যেই আয়নায় প্রতিদিন
নিজের মুখ দেখে ক্লান্ত হই ,
তা খন্ড - বিখন্ড হতে চলেছে ।
তুমি ধীর পায়ে দূর থেকে
আসতে শুরু করলে ,
প্রাণবন্ত পাতাগুচ্ছ
প্রবল উৎসাহে বিচরণ করতে থাকলো
আমার মগজের কোষে কোষে ।
বিষ্ণণ গাছের সঙ্গীত
আর কোথাও শুনতে পেলাম না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।