প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, জি২ মিনিতে থাকবে ৪.৭ ইঞ্চির ৯৬০ বাই ৫৪০ পিক্সেলের স্ক্রিন। ক্রেতা চাহিদা মেটাতে সিঙ্গল বা ডুয়াল সিম, থ্রিজি নেটওয়ার্ক, ফোরজি এলটিই নেটওয়ার্কের একাধিক ভার্সনে পাওয়া যাবে স্মার্টফোনটি।
স্মার্টফোনটিতে আরও থাকবে ১.২ গিগাহার্টজের কোয়ালকম কোয়াডকোর প্রসেসর অথবা ১.৭ গিগাহার্টজের এনভিডিয়া কোয়াডকোর টেগরা ৪আই প্রসেসর। এটি চলবে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেমে।
বাজারে শুরুতেই অভিষেক ঘটবে জি২ মিনির থ্রিজি ডুয়াল সিম ভার্সটির। ইউরোপ, লাতিন আমেরিকা, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বাজারে দিয়েই জি২ মিনির বিক্রি শুরু হবে বলে জানিয়েছে কোরিয়ান নির্মাতা এলজি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।