কেউ কেউ সিগারেট ছাড়ার সদিচ্ছা নিয়েও ছাড়তে পারেন না বলে ঝুঁকে পড়েন মেন্থল সিগারেটের দিকে। তারা মনে করেন সাধারণ সিগারেটের চেয়ে মেন্থল সিগারেটে কম ক্ষতি। কিন্তু এ ধারণা সত্যি নয় বলে জানা গেছে।
সম্প্রতি এক মার্কিন গবেষণায় দেখা গেছে, মেন্থল সিগারেট সাধারণ সিগারেটের চেয়েও অনেকগুণ বেশি ক্ষতিকারক। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন(এফডিএ) এক গবেষণা থেকে এই সিদ্ধান্তে এসেছে।
এমনকি, মেন্থল সিগারেটের উৎপাদন কমানো বা নিষেধাজ্ঞা আরোপ করা নিয়েও চিন্তা শুরু করেছে দেশটির সরকার।
অনেকে মনে করেন মেন্থল সিগারেট খুব হালকা এবং এতে তামাকের পরিমাণ কম যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয়। কিন্তু এক বিখ্যাত মার্কিন তামাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্ণধার মিচ জেলার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, মিন্ট সিগারেটে তামাকের পরিমাণ মোটেও কম থাকে না। সাধারণ সিগারেটের মতো একই পরিমাণ তামাক থাকে এতে যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।
বিদেশের সিগারেট ব্যবসায় মিন্ট সিগারেট বিপুল মুনাফা এনে দেয়।
তাই এখনই নিষিদ্ধ না হলেও, মেন্থল সিগারেটের ক্ষতিকারক গুণগুলি খতিয়ে দেখতে সম্প্রতি মার্কিন হেল্থ কমিউনিটি, তামাক শিল্প এবং কমার্স চেম্বারগুলির সঙ্গে আলোচনায় বসেছে কেন্দ্রীয় প্রশাসন। ওই মার্কিন গবেষণা বলছে, মেন্থল সিগারেটের আসক্তি থেকে বের হয়ে আসাটাও বেশ কঠিন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।