আমাদের কথা খুঁজে নিন

   

এই হল কে দখল করে রেখেছে? কি তার পরিচয়? তার কয়টা হাত, কয়টা পা?

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

আমি বুঝতে পারছি না, কোনভাবেই বুঝতে পারছি না যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা হল উদ্ধার করার জন্য কেনো ছাত্রদের রাস্তায় নামার প্রয়োজন পড়ে? কেনই বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল বেদখল হয়, কিভাবে হয়েছিলো? কারা করেছিলো? কার চোখের সামনে করেছিলো? এবং এতদিন দখল রেখে কিভাবে দখলদাররা নির্বিঘ্নে বেঁচে ছিলো, হেগে ছিলো, খেয়েছিলো এবং মেখেছিলো?

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই বেদখল হওয়া হলের খবর কি প্রশাসনের কাছে নাই? ছিলো না? এটা কি শিক্ষা মন্ত্রী সহ হাজার হাজার পাঁচশো মন্ত্রীরা জানতেন না? স্থানীয় নেতারা জানতেন না? গণ্যমান্যলেজবিশিষ্টরা জানতেন না?

এই হল কে দখল করে রেখেছে? কি তার পরিচয়? তার কয়টা হাত, কয়টা পা? কয়টা লিঙ্গ? সে কি বাংলাদেশে বেঁচে আছে? তার চোদ্দগুষ্টি কি এখনও বেঁচে আছে? তার পশ্চাতদেশে এখনও কি দুতিনটা আইক্কাআলা বাঁশ ঢুকিয়ে রাস্তার মোড়ে খাড়া করে কেউ রাখে নি? তাকে ক্রস ফায়ারে দেয় না কেনো?

কি সমস্যা‍! কেনো একটা বিশ্ববিদ্যালয়ের হল উদ্ধার করার জন্য ছাত্রদের রাস্তায় নামতে হবে? পুলিশ তাদের উপরে গুলি চালাবে?

হোয়াই? এই দেশের সরকার কি নাকে সরিষার তেল দিয়ে ঘুমায়? দখলদার কি তাদের কিনে ফেলেছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।