আমাদের কথা খুঁজে নিন

   

অভিযোগ-পাল্টা অভিযোগ, বহিষ্কার

বাগেরহাটের কচুয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এসএস মাহফুজুর রহমানের গজালিয়ায় একটি নির্বাচনী অফিস ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে রবিবার রাতে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। কচুয়া থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান জানান, আগুনে এ দুটি অফিসের সামান্য ক্ষতি হয়েছে। কে বা কারা আগুন দিয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি এমএ সালাম অভিযোগ করেছেন_ বিএনপি সমর্থিত প্রার্থী সরদার জাহিদ হোসেনের কর্মী-সমর্থকদের হয়রানি করার জন্যই গজালিয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা সংসদ ও নিজেদের নির্বাচনী অফিসে অগি্নসংযোগ করা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

তাছাড়া তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি, প্রতিপক্ষের ভোটারদের ভয়ভীতি ও বিএনপি সমর্থকদের মারধরের অভিযোগ করেন। এসব বিষয়ে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেও সরদার জাহিদ কোনো প্রতিকার পাচ্ছেন না বলে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, শেখ ওয়াহিদুজ্জামান দিপু, মোজাফফর রহমান আলম, শেখ শাহেদ আলী রবি, সিরাজুল ইসলাম, আসাফুদ্দৌলা জুয়েল প্রমুখ। মহম্মদপুরে আওয়ামী লীগের দুই বিদ্রোহী বহিষ্কার : মাগুরার মহম্মদপুরে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান ও মহম্মদপুর আওয়ামী লীগের নির্বাহী সদস্য অধ্যক্ষ আবু আব্দুলাহেল কাফীকে তাদের স্ব স্ব্ব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় গোপিনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা আওয়ামী লীগের এক জরুরি বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ফরিদপুরে সাবেক সাংসদসহ চার বিএনপি নেতা বহিষ্কার : গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপ এবং দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে ফরিদপুর-১ আসনের বিএনপির সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলামসহ চারজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা নির্বাচন নিয়ে দলের মধ্যে চলতে থাকা অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ বহিষ্কারের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বহিষ্কার হওয়া অন্য নেতারা হলেন, বোয়ালমারী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী একেএম জামালউদ্দিন নান্নু মিয়া, ভাইস চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম লিটন ও শহিদুল ইসলাম মন্টু। বহিষ্কারের এ ঘটনায় বোয়ালমারীসহ মধুখালী ও আলফডাংগায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। বহিষ্কারের ঘটনাকে সাজানো নাটক বলে অভিহিত করেছেন সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

তিনি বলেন, জাতীয় পার্টি থেকে আসা একনেতা তার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই হাইকমান্ডকে ভুল বুঝিয়ে এ বহিষ্কারের ঘটনা ঘটানো হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা : ৫ম দফা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে মনোনয়ন না দিলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ঠাকুরগাঁও যুব মহিলা লীগের আহ্বায়ক তাহমিনা মোল্লা। সোমবার দুপুরে শহরের আর্টগ্যালারির ল'কলেজ হলরুমে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি। এ সময় জেলা প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিঙ্ মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

গাংনীতে ভোট কারচুপির আশঙ্কা : আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর গ্রেফতার, হয়রানি, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের হুমকি-ধমকি, কেন্দ্রে ভোট কারচুপি ও কেন্দ্র দখলের আশঙ্কায় গাংনী বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট সমর্থিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীসহ সংবাদ সম্মেলন করেছে জোটের নেতারা।

সোমবার সকাল ১১টায় গাংনী উপজেলা বিএনপি অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ১৯ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক মাস্টার। সোনাইমুড়ী উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম। তিনি গতকাল জানান, দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে সাক্ষাত শেষে এই সিদ্ধান্ত নিয়েছি। ২৭ ফেব্রুয়ারির নির্বাচনে নিজ কর্মী-সমর্থকদের নিয়ে দলীয় প্রার্থী আনোয়ার হোসেন কামালের পক্ষে কাজ করবো।

[নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর]

 




এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।