আমাদের কথা খুঁজে নিন

   

দল নিয়ে বিসিবি সভাপতির উদ্বেগ

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, “কিছু দিন ধরে দলে ছন্দ পতন লক্ষ্য করছি আমি। বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে এর মধ্যে। ”

বিসিবি সভাপতির ধারণা, গত এপ্রিল-মে মাসে জিম্বাবুয়ে সফর থেকে বাংলাদেশ দলের ছন্দ পতনের সূত্রপাত। ঐ সফরে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করলেও ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। সফরের মাঝপথে পদত্যাগের ঘোষণা দিয়ে ক্রিকেটাঙ্গনে হৈ-চৈ ফেলে দেন অধিনায়ক মুশফিকুর রহিম।



রোববার হোটেল সোনারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে মুশফিক জানান, এশিয়া কাপের জন্য দল ঘোষণা করার আগে নির্বাচকরা তার সঙ্গে আলোচনা না করায় তিনি ‘আনহ্যাপি’।

তার এই মন্তব্যের প্রতি ইঙ্গিত করে বিসিবি সভাপতি বলেন, “এখন আমরা অনাকাঙ্ক্ষিত অনেক কিছু শুনছি। এ সব নিয়ে আমি উদ্বিগ্ন। ”

প্রধান নির্বাচক ফারুক আহমেদ এখন দেশের বাইরে। তিনি ফেরার পর এ নিয়ে কথা বলবেন বলে জানিয়েছেন নাজমুল হাসান।



তবে বিসিবির বেশ কয়েক জন পরিচালক মনে করেন, সিদ্ধান্ত নেয়ার এটা সঠিক সময় নয়। যদিও বিসিবি সভাপতি মুশফিকের মন্তব্যের প্রেক্ষিতে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে চেয়েছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হোক। আশা করি ছয় মাসের মধ্যে সব সমস্যার সমাধান করতে পারবো। ”

অশোভন আচরণের দায়ে তিন ম্যাচ নিষিদ্ধ সাকিব আল হাসানের শাস্তি কমানোর অনুরোধ জানিয়েছেন মুশফিক।

তবে বিসিবি সভাপতি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের শাস্তি কমানোর পক্ষপাতী নন।

“আমি শাস্তি কমানোর বিরুদ্ধে। আমরা এশিয়া কাপ ও বিশ্বকাপে খারাপ করলেও দলে একটা শৃঙ্খলা থাকা উচিৎ। দলে কেউই অপরিহার‌্য নয়। ”




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।