নতুন অনলাইন মিডিয়াগুলো তাদের পরিচিতি ও ব্যবসা সম্প্রসারণের জন্য ইদানিং আজগুবি সব তথ্য দিচ্ছে। যেমন কিছুদিন আগে দেখলাম অং সান সুচি মুসলমান হইছে এমন একটা সংবাদ। পরদিন তারা আবার ঘটনা মিথ্যা বলে প্রচার করল। এবার নায়িকা মৌসুমিকে নিয়ে এরা মেতে উঠেছে। কোন আমলের এক সিনেমার এক দৃশ্য প্রচার করে বলছে সেক্স টেপ। হায়রে কত অদ্ভুত আমাদের দেশের মিডিয়া।
বর্তমানে মিডিয়ার যদি এমন অবস্থা হয় তাহলে তারা যেমন তাদের পাঠক হারাবে তেমনি রাখালের বাঘ দর্শনের মত কোন নতুন বিষয়ে লিখলে তা পাঠক বিশ্বাস করবেনা। তাই এ ব্যাপারে নতুন মিডিয়াগুলোকে যত্নবান হবার অনুরোধ করছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।