আমাদের কথা খুঁজে নিন

   

আল হেরা মাল্টি মিডিয়ার এড দেখলাম, কমেন্ট করা বন্ধ করে রেখেছে…!!!

একটি স্পন্সর্ড টিউনের বিরুদ্ধে লিখছি, মডুরা ডিলেট করে দিবে নাকি কে জানে!
আজ আল হেরা মাল্টিমিডিয়ার একটি স্পন্সর্ড টিউন দেখলাম, সেখানেই একটা কমেন্ট করতে চেয়েছিলাম কিন্তু কমেন্ট করার ব্যবস্থা বন্ধ করে রাখা হয়েছে !!
আল হেরার এই ধরণের চাকচিক্যপূর্ন এড দেখে পিএইচপি ও মাই এসকিউএল এর একটা সিডি কিনেছিলাম, কিন্তু সেটা শুধুমাত্র আমার টাকা ও সময় নষ্ট করা ছাড়া আর কোন কাজে আসেনি। এ নিয়ে আমি তখন পোস্টও লিখেছিলাম http://www.techtunes.com.bd/help-ask/tune-id/162148 
এখন কি আগের সেই ভিডিওগুলোই আছে নাকি নতুন ভিডিও তৈরি করেছে তা জানি না, স্পন্সর্ড টিউনে কমেন্ট করে জানারও ব্যবস্থা নেই, আর কষ্ট করে তাদের ইমেইলে মেল পাঠানোর (বা তাদেরকে ফোন দেয়ারও) কোন ইচ্ছা নেই।
যারা ওয়েবডিজাইন বা ডেভলপিং শেখার জন্য ভিডিও খুজছেন তাদের জন্যই শুধু বলছি, আল হেরার ওয়েবডিজাইনের সিডি কিনবেন না। কোন কিছুই শিখতে পারবেন না, তবে হ্যাঁ, যদি আপনি আগে থেকেই ওয়েব ডেভেলপার হয়ে থাকেন তাহলে শুধু এটুকু বুঝতে পারবেন যে এটা ওয়েব ডিজাইন বা ডেভেলপিং শেখার সিডি !
যদি ভিডিও দরকার হয়ে তাহলে "আর আর ফাউন্ডেশন" বা "বিডি গিকস" বা "ফ্রী বাংলা টিউটোরিয়াল" এর ভিডিও গুলো সংগ্রহ করুন। টাকাও বাঁচবে , শেখাও হবে। আর টিটিতেও অনেক টিউটোরিয়াল আছে, সেগুলো থেকেও অনেক উপকৃত হবেন আশা করি। আর হালকা ইংরেজি বুঝতে পারলে লিন্ডা ডট কম এর টিউটোরিয়াল দেখুন, একদম ফার্স্ট ক্লাস।
.........

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।