আমাদের কথা খুঁজে নিন

   

☼ সমকালীন প্রলাপ

∞ দিনের শুরু রাতের শেষক্ষণে যাকে খুজে পাও আমি সেই সকাল ∞





: ১ :
যদি প্রলাপ লিখে থাকি তাতে দোষের কি আছে?
আমি তো আর পরস্ত্রী নিয়ে পার্কে ফষ্টি-নষ্টি করছিনা।
যদি বেসুরে গেয়ে থাকি রবীন্দ্র-গীতি তাতে হাসির কি আছে?
আমি তো ওয়াইন গ্লাসে ওরাল সেক্স করছিনা।

দুর্বল শব্দ চয়ন; যদি বিছিন্ন ভাবনা হয়-
আবেগের সস্তা কথা যদি আকাট-অকাব্য হয়;
হোক তাতে!
তবুও ঘুড়িয়ে-পেঁচিয়ে যৌনতা’র শব্দ শৈলীতে হাফ চটি লিখব না।

থাকুক কালজয়ী শব্দটি পণ্ডিতের ঝুলিতে লালন করুক সে।
আমার তাতে কি-যায় আসে?
আমি শুদ্ধতায়, বিশুদ্ধ প্রলাপ লিখব-
না হোক তা শিল্পের মানদন্ডে দন্ডিত কোন কিছু;
তবুও লিখব প্রলাপ, যেমন লিখছি এখনও।




::২::
ঝুলে আছে দেহ তার সিলিং ফ্যানের সাথে
ডানা ভাঙ্গা পাখির মতো গেছে তার দুটো ডানাই;
ভেঙে গেলে দুটো ডানা, মৃত্যুর জন্যই অপেক্ষা ঘুড়ে বেড়ায়
শূন্যতা শূন্যে ঝুলিয়ে দিয়ে-
এভাবেই পাশ ফিরে যায়।




:::৩:::
চলছে গণতন্ত্রধর্ষণ!
এর চেয়ে ভালো ছিল, অন্ধ হলে পড়ে;
রাস্তায় রাস্তায় ঠোকর খেতাম কাঁদতাম অঝোরে।
এখন শুয়ে-বসে মাছে-ভাতে বাঙালী হয়ে আছি।



::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।