ভেতর-বাইরের সমস্যার জালে এমনভাবে আষ্টেপৃষ্টে নিজেদের বেঁধে ফেলেছেন মুশফিকুর রহিমরা, যার দেখা মিলেনি নিকট অতীতে। এর আগে মাঠের ভেতরে কিংবা মাঠের বাইরের সমস্যাগুলোকে ঠাণ্ডা মাথায় সামাল দিয়েছিলেন ক্রিকেটাররা। ঘুরে দাঁড়িয়েছিলেন সমস্যার বেড়াজাল ভেঙে। কিন্তু এবার ভেতর-বাইরে এত বেশি সমস্যা যে সামাল দিতে যেয়ে কক্ষচ্যুত হয়ে পড়েছে দল। আজ এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ।
প্রতিপক্ষ ভারত। আসরে নিজেদের প্রথম ম্যাচ হলেও সব সমস্যা ভুলে ঘুরে দাঁড়ানোর জন্য এর চেয়ে ভালো উপলক্ষ নেই মুশফিকদের সামনে। তাই ম্যাচটিকে টাইগারদের কক্ষপথে ফেরার ম্যাচ বলা যায় চোখ বন্ধ করেই। জিতলেই তো হয়!
গত এশিয়া কাপ ছিল বাংলাদেশের স্বর্ণসময়। ভারত ও শ্রীলঙ্কাকে হারিয়ে জায়গা করে নিয়েছিল ফাইনালে।
কিন্তু শিরোপার স্বাদ পায়নি। হেরে যায় পাকিস্তানের কাছে ২ রানে। সেই দুঃস্বপ্নের রাতটি ছাড়া এশিয়া কাপের পুরো সময় টাইগাররা উড়ে বেরিয়েছেন প্রজাপতির ডানায় চড়ে। এবার পারবে কি আবারও উন্মাতাল নৃত্যে মাততে?
বাংলাদেশের সমস্যার শুরু শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজ দিয়ে। মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক ঘোষণার পর হঠাৎ করেই সহ অধিনায়ক থাকবেন না বলে ঘোষণা দেন তামিম ইকবাল।
তার ঘোষণায় বিপাকে পড়ে যায় টিম ম্যানেজমেন্ট। বেরিয়ে আসে দলের অন্তদ্বন্দ্বর্ের বিষয়টি। অবশ্য ম্যাচ দুটি খেলেছিলেন এই ড্যাসিং বাঁ হাতি ওপেনার। কিন্তু খেলেননি হোয়াইটওয়াশ হওয়া ওয়ানডে সিরিজে। কেন? ঘাড়ের ব্যথায়।
সুস্থ হওয়ার জন্য তাকে সহসাই সিঙ্গাপুর পাঠাচ্ছে ক্রিকেট বোর্ড।
দ্বিতীয় সমস্যার শুরু দ্বিতীয় ওয়ানডে চলাকালীন। আত্মঘাতী আউট হয়ে সাজঘরে ফেরার পর টাওয়েল গায়ে খেলা দেখছিলেন সাকিব। সাকিবের সেই মুহূর্তটা সরাসরি দেখানো হয় টেলিভিশনে। এতে ক্ষিপ্ত হয়ে শরীরের বিশেষ অঙ্গ দেখান।
তার এমন অশালীন আচরণে বিস্মিত হয়ে পড়েন ক্রিকেটপ্রেমীরা। বিব্রত হয় ক্রিকেট বোর্ড। অবশ্য ক্রিকেট বোর্ড ২৪ ঘণ্টার মধ্যে শাস্তি দেয় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারকে। তিন ওয়ানডে নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানা করা হয় ৩ লাখ টাকা। এরই মধ্যে পার হয়েছে শাস্তির এক ওয়ানডে।
আজ ও আফগানিস্তানের বিপক্ষে পরের দুই ওয়ানডে খেলতে পারবেন না সাকিব। সাকিবের শাস্তি বাতিল করতে টাইগার অধিনায়ক ও কোচ শেন জারগেনসন দেখা করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে। কিন্তু নিজ সিদ্ধান্তেই অটল থাকেন বিসিবি সভাপতি।
তৃতীয় সমস্যার শুরু এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার পর। যে স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ, সেটা তার সঙ্গে আলোচনা করেননি বলে নাখোশ হন টাইগার অধিনায়ক মুশফিক।
সেটা আবার ঘটা করে মিডিয়াতেও জানান।
এই তিন ঘটনা ব্যাপক প্রভাব ফেলে দলের ওপর। যাতে করে গত দুই সপ্তাহে ক্রিকেটারদের ওপর দুই দুইবার নিষেধাজ্ঞা আরোপ করা হয় মিডিয়ার মুখোমুখি হতে। এই নিষেধাজ্ঞাই স্পষ্ট করেছে, ভেতর ও বাইরের চাপে কতটা বেসামাল দল।
অন্যদিকে টাইগারদের মতো ততটা বেসামাল না হলেও বিশ্বচ্যাম্পিয়ন ভারতের সময়টাও ভালো যাচ্ছে না।
ঢাকায় উড়ে আসার আগে নিউজিল্যান্ড ট্যুরে ধোনিরা যেন সুনামির সম্মুখীন হয়েছিলেন। ম্যাককালামদের দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। অথচ সেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারত দাঁড়াতেই পারেনি। চার সিরিজে একটিতে ভাগ্যক্রমে টাই করলেও তিন ম্যাচে হার মানে। বাংলাদেশ ড্র করলেও টেস্ট সিরিজে ভারত হেরে যায়।
অর্থাৎ ব্যর্থতা থেকে বের হয়ে আসতে কোহলিরাও আজ ঘুরে দাঁড়াতে লড়বে। তাছাড়া গত আসরে শচীন সেঞ্চুরির সেঞ্চুরি করে ইতিহাস গড়লেও বাংলাদেশের কাছে হেরে যায়। অর্থাৎ কোহলি ও মুশফিক দু'দলেরই আজ ঘুরে দাঁড়ানোর লড়াই। এ ম্যাচে কে হাসবে আর কেবা মুখ গোমরা করে মাঠ ছাড়বে তা রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।