আমাদের কথা খুঁজে নিন

   

৩ ব্যাগ এ পজিটিভ A+(positive) রক্তের প্রয়োজন।

এবার না হয় আলসেমো করে কনো লিখা দিলাম না, তবে সব সেরে আবার আসবো লিখতে। যাদের রক্তের প্রয়োজন তাদের বাসায় কোন পুরুষ লোক নেই, সবাই মেয়ে/মহিলা হওয়ায় এদিক সেদিক দৌড়ানো তাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। ফলে তারা এখন রিতিমত খুবি বিপদে আছেন। যার বিপদ সেই জানে এর প্রকটতা। আমাকে ফোন করে রক্তের কথা বলল আমার এক আন্টি।

সেই আন্টিদের কথাই এদক্ষন বললাম। যাই হউক, যদি কেউ রক্ত দিতে ইচ্ছুক থাকেন; দয়া করে এই নাম্বার এ যোগাযোগ করুনঃ ০১৯১৮ ৪০৩৩৬১ রক্তের গ্রুপ যদি আপনার সাথে না মিলে, দয়া করে একটু যোগার করে দিন। আমি জানি, এখানে অনেকেই আছেন যার বিশাল লিঙ্ক রয়েছে। একজন মায়ের উপকারে এসে নিজেকে ধন্য করবেন আশা করি। সবাইকে ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।