I am the master of my fate, I am the captain of my soul.
সমুদ্র তাহার উর্বর্শীপণা কোন ভাবেই বোধকরি ত্যাগ করিবেনা। তাইতো একের পরে এক ভিন্ন রূপে একই ভাবে উর্বর্শীতার প্রমাণ দিতে উথাল পাথাল করিয়া তুলিতেছে "বিস্কি" নামক উপসাগরকে। যতবারই এর স্বরণাপন্ন হইনা কেন তাহার রূপ অবলোকন ব্যাতীত এই স্থান ত্যাগ করা সম্ভবপর নহে।
উত্তর অতলান্তিক মহাসাগরের একটা উপসাগরের নাম বিস্কি। (নামের সাথে বিস্কিটের সাদৃশ্য আছে )
এই সাগরের জলকন্যাদের বসন্ত আসে ইংরেজী বছরের সেপ্টেম্বরে।
বসন্তে জলকন্যারা তাদের রূপ যৌবন উজার করিয়া তাদের সৌন্দর্য্য প্রকাশে ব্যাস্ত হইয়া থাকে। কারো পৌষ মাস হইলে কারো না কারো তো সর্বনাশ অবশ্যম্ভাবী। সেই দিক দিয়ে এই স্থান যারা পারি দেয় তাদের সর্বনাশ সম্পর্কে নাহয় আর কিছু নাই বললাম। সাধারণত সেপ্টেম্বর থেকে পরের বছরের মার্চ পর্যন্ত জলকন্যাদের জলকেলি চলতে থাকে।
ওই সময়টাতেই জলকন্যাদের কল্যানেই হোক আর সাগরের নিজস্বতার কারণেই হোক সাগরের দিকে তাকাইলেই অসাধারণ সৌন্দর্য চোখেপরে।
এই শেষকালে আইসা বোধ করি এইবার জলকন্যারা জলকেলিতে ক্লান্ত হইয়া ক্ষ্যামা দেওয়ার চিন্তা ভাবনায় আছে।
তবে এই সময় ছাড়া অন্য সময়ে বোধকরি এই স্থান নিরান্দময়তা নিয়েই উপস্থিত হবে। সৌন্দর্যরূপ একবার দেখিবার পরে তা বিলীন হইলে দেখিতে কেমন লাগে দেখা যাক। ।
কতিপয় মনুষ্যকুল এই সৌন্দর্য্য হজম করিতে না পারিয়া উগলাইয়া দেওয়ারও প্রমাণ মিলে
থাক, ওই দিকে না যাই।
//মূল কথাঃ সমুদ্রের সৌন্দর্য্য তাহার উত্তালতার মাঝেই নিহিত//
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।