আমাদের কথা খুঁজে নিন

   

জয় দিয়ে শুরু শ্রীলঙ্কার

উদ্বোধনী ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নের শতক এবং ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গার দুর্দান্ত বোলিং প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১২ রানের জয় এনে দিয়েছে তাদের।

মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৯৬ রান করে শ্রীলঙ্কা।

১১০ বলে ১১টি চার ও একটি ছক্কায় ১০২ রান করা থিরিমান্নের সঙ্গে কুমার সাঙ্গাকারার (৬৭) ১৬১ রানের দ্বিতীয় উইকেট জুটি শ্রীলঙ্কানদের ভালো সংগ্রহের ভিত গড়ে দিয়েছে।

দলকে তিন শ’র কাছাকাছি পৌঁছে দিতে অ্যাঞ্জেলো ম্যাথিউসেরও বড় অবদান। শ্রীলঙ্কার অধিনায়কের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৫৫ রান।



দুটি করে উইকেট নিয়েছেন উমর গুল ও শহীদ আফ্রিদি।

জবাবে মালিঙ্গার তোপে ৪৮ ওভার ৫ বলে ২৮৪ রানে অলআউট হয়ে গেছে পাকিস্তান।

১২১ রানে প্রথম চার ব্যাটসম্যানের বিদায়ের পর গতবারের চ্যাম্পিয়ন পাকিস্তানকে স্বপ্ন দেখাচ্ছিল উমর আকমলের সঙ্গে অধিনায়ক মিসবাহ-উল-হকের ১২১ রানের জুটি।

কিন্তু ১২ রানের ব্যবধানে আকমল (৭৪), আফ্রিদি (৪) ও মিসবাহ (৭৩) বিদায় নিলে ভীষণ বিপদে পড়ে যায় পাকিস্তান। ২৪২/৪ থেকে ২৫৪/৭-এ পরিণত হওয়ার পর তারা আর পেরে ওঠেনি।



৫২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় মালিঙ্গা।


সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৯৬/৬ (কৌশল ১৪, থিরিমান্নে ১০২, সাঙ্গাকারা ৬৭, জয়াবর্ধনে ১৩, ম্যাথিউস ৫৫*, থিসারা ৬, ডি সিলভা ২, চান্দিমাল ১৯*; গুল ২/৩৮, আফ্রিদি ২/৫৬, আজমল ১/৫০)

পাকিস্তান: ৪৮.৫ ওভারে ২৮৪ (শারজিল ২৬, শেহজাদ ২৮, হাফিজ ১৮, মাকসুদ ১৭, মিসবাহ ৭৩, আকমল ৭৪, আফ্রিদি ৪, বিলাওয়াল ১৮, গুল ২, আজমল ১০, জুনায়েদ ১*; মালিঙ্গা ৫/৫২, লাকমল ২/৬৫, ম্যাথিউস ১/২৫, সেনানায়েকে ১/৪৭, ডি সিলভা ১/৫৬)

ম্যাচ সেরা: লাসিথ মালিঙ্গা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।