ঝিনাইদহে সড়ক-মহাসড়কে পণ্য পরিবহনসহ শর্ত সাপেক্ষে নসিমন-করিমন গাড়ি চালানোর দাবিতে হাজার হাজার নসিমন-করিমন চালক বিক্ষোভ সমাবেশ করেছেন।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে চালকরা ঝিনাইদহ বাসটার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন। এ সময় তারা ওয়াজির আলী মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক প্রায় ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
নসিমন-করিমন শ্রমিক ঐক্য ফ্রন্টের ব্যানারে কর্মসূচিতে বক্তব্য দেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ ও খন্দকার ফরিদুজ্জামানসহ শ্রমিক নেতারা।
উল্লেখ্য, সড়ক-মহাসড়কে নসিমন-করিমনসহ অবৈধ যান্ত্রিক যান চালানো যাবে না- সম্প্রতি হাইকোর্ট এমন নির্দেশনা দিয়েছেন। কিন্তু এই শ্রমিকরা বলছেন তাদের রুটি রুজির ওপর আঘাত হানা হয়েছে। এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হবে বলে সমাবেশে জানানো হয়।
পরে তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।