লিখেছেন প্রহলাদ মন্ডল সৈকত, আজ ২৭ ফেব্রুয়ারী চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচন। শেষ মহুর্তে প্রার্থী-সমর্থকরা নিজেদের পক্ষে ভোটারদের টানতে নানা কৌশল অবলম্বন করছেন। তবে বিজয়ের আনন্দে শেষ হাসি কে হাসবে তাই দেখার অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজারহাটবাসী।
সরেজমিন ঘুরে জানা গেছে, রাজারহাট উপজেলা চেয়ারম্যান পদে কাপ পিরিচ প্রতীকে আবুল হাশেম, মোটর সাইকেল প্রতীকে জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পী ,আনারস প্রতীকে এনামুল হক, দোয়াত কলম প্রতীকে আবুনুর মোঃ আক্তারুজ্জামান এবং ঘোড়া প্রতীকে রনবীর কোঙ্গর প্রতিদ্বন্ধীতা করছেন। উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তথা ভোটারদের সাথে কথা বলে জানা যায়, মূলতঃ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে এবারে বিএনপি’র একক প্রার্থী আবুল হাশেম ও আওয়ামীলীগের প্রার্থী জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পীর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। তারা ২ জনেই বিগত উপজেলা পরিষদ নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন। অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকে জামায়াতের কফিল উদ্দিন ও নলকূপ প্রতীকে আওয়ামীলীগের আশিকুর রহমান সাবু’র মধ্যে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে বিএনপি’র কোরাইশি লায়লা ও ফ্যান প্রতীকে আওয়ামীলীগের প্রার্থী ইয়াছমিন বেগমের মধ্যে লড়াইয়ের সম্ভবনার কথা বলেছেন ভোটাররা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।