চাঁপাইনবাবগঞ্জে দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে দুই বখাটে যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ডের আদেশ দিয়ে জেল হাজতে পাঠান।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ শহরের মসজিদ পাড়ার আব্দুল আজিজের ছেলে সানি (১৮) ও মিঠুর ছেলে মেহেদী হাসান (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে শহরের বড় ইন্দারা মোড়ে সনি ও মিঠুসহ পাঁচ থেকে ছয়জন বখাটে যুবক এক কলেজ ছাত্রী ও তার স্কুল পড়ুয়া বোনকে উত্ত্যক্ত করে এবং তাদের লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে।
এ ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ এলাকাবাসীর সহায়তায় বখাটে সানি ও মেহিদী হাসানকে গ্রেফতার করে দুপুরে নির্বাহী ম্যাজিস্স্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এন ডিসি রুবায়েত হায়াত শিপলুর আদালতে হাজির করেন। সেখানে দুই যুবক নিজেদের দোষ স্বীকার করেন। এর পরিপ্রেক্ষিতে বিচারক বখাটে সানিকে একবছরের ও মেহেদী হাসানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়ে করে কারাগারে পাঠান।
সদর মডেল থানার ওসি মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।