বলিউডকে আরও একবার চমকে দিলেন রামগোপাল ভার্মা। শোনা যাচ্ছে, তিনি এবার প্রত্যেক মাসে একটা করে এক বছরে বানাতে চলেছেন মোট বারোটা ছবি। রামু নাকি এই ব্যাপারে বেশ সিরিয়াস। ইতোমধ্যেই বানিয়ে ফেলেছেন তিন মাসে তিনটি ছবি। একটি তামিল ও দুটি হিন্দি।
হঠাৎ এহেন পরিকল্পনার ব্যাপারে রামগোপাল জানিয়েছেন, বলিউডে নিজের পঁচিশ বছর পূর্তিকে সেলিব্রেট করতেই এরকম প্ল্যান। বারো মাসে বারোটা ছবি বিশ্বের কোনও ফিল্ম ইন্ডাস্ট্রিতেই তৈরি হয়নি। তাই এ প্রচেষ্টা একরকম বিশ্বরের্কড বটে।
চমক এখানেই শেষ নয়, আরও বাকি আছে। আর তা হলো এই বারোটি ছবি নির্মিত হবে বারোরকম গল্প নিয়ে।
এর মধ্যে রয়েছে বরাবরের মতো মুম্বাইয়ের অন্ধকার জগৎ ছাড়াও কমেডি, প্রেম, অ্যাকশন ইত্যাদি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।