আমাদের কথা খুঁজে নিন

   

Opera Mini এর ৩টি টিপস, বাড়িয়ে নিন নেট speed!

Ads by Techtunes - tAds

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।


১। বর্তমানে মোবাইল ব্রাউজারের মধ্যে সেরা ব্রাউজার Opera Mini তার কারন হল এই Opera Mini মিনি দিয়ে লেখা যেমন সুন্দর দেখা যায় তেমনি স্পীড ও ভাল।

যাহা অন্য ব্রাউজারে দেখা যায় না, আমি অনেক গুলো মোবাইল ব্রাউজার ব্যবহার করেছি যেমন One Browser, ডলফিন Browser ইত্যাদি , কিন্তু এগুলো থেকে আমার কাছে অপেরা অনেক ভাল লেগেছে, আশা করি Browser এর মধ্যে সবারি Opera Mini প্রিয়, তাই আজ আমি  আপনাদের জন্য নিয়ে আসলাম ৩টি টিপস,

১। Opera Mini তে speed বৃদ্ধি করা নিয়ম!
প্রথমে আপনার Opera Mini Browser টি ওপেন করুন, এরপর URL বক্স এ opera:config লিখে Go তে ক্লিক করুন,

তাহলে নিচের মত কিছু Option দেখতে পাবেন, এবার অপশন Loading Timeout option থেকে 30 থেকে 60 বা 3600 সিলেক্ট করুন।

২। দ্বিতীয় কাজ এবার Loading Timeout option এর নিচে site patches and user agent masking বক্স থেকে Yes থেকে “No” সিলেক্ট করে দিন ।

সবশেষ নিচে “save” এ ক্লিক করে সেভ করুন।



ব্যাস, আপনার কাজ শেষ এবার এবার অপেরা মিনি চালু করে দেখুন কেমন স্পীড পান!
৩।   আমরা যে কোন প্রোগ্রামে থেকে বাহির হতে হলে Exit বাটনে ক্লিক করে বাহির হতে হয়, কিন্তু Opera Mini তে ডিফল্ট ভাবে Exit বাটন OFF থাকে তাই On করতে হলে নিচের পদ্ধতি অনুসরণ করুন।

এবার আপনি Opera Mini Exit বাটন বাটনে ক্লিক করে বাহির হতে পারবেন।

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।



সোর্স: http://www.techtunes.com.bd     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.