আমাদের কথা খুঁজে নিন

   

♦♦ ছন্নছাড়া কাব্য-২ ♦♦

যে পথে আমার মৃত্যু আমি সেই পথে একবার- বার বার, বহুবার ফিরে যাই! ফেসবুকে আমি- fb.com/abrar.s.adib

অন্তত আমি এটুকু জানি-
তোমার ঠোঁটে লেগে আছে আমার কামড়ের দাগ!
আমি এটুকু অনুভব করি-
আমার শরীর মেখে আছে তোমার সৌরভে।
আমার অল্প জ্ঞানে জানি-
শুধু আমিই সাঁতরে বেড়িয়েছি তোমার খোলা চুলে।

আমি অনেক বেশী অন্ধ তোমাকে নিয়ে!
আমার প্রয়োজন নেই আলো দিকে চেয়ে দেখার।
আমার দরকার পড়ে না স্বর্গের দুয়ারে করাঘাত-
অথবা নরক থেকে রুদ্ধশ্বাসে ছুটে পালাবার!
আমি আমার পৃথিবীতে শুধু তোমাকে জড়িয়েই বলছি-
আমি তোমাকে নিজের সম্পদ করে ফেলছি!

... এবং তারপরেও আমাকে ফেলে তুমি ছুটে চলছ অসীমের পথে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।