আমাদের কথা খুঁজে নিন

   

ও ভাই, তাইলে কি আমি ভুট দিতাম না???

কাল ভোট।
ভুলেই গিয়েছিলাম আমি ভোটার! কয়েকদিন আগে নির্বাচনের পোস্টার দেখে খেয়াল হল! ‘আমি তো মমিনসিঙ্গের ভুটার!’

কিন্তু ভোটটা দেব কাকে? আমিও প্রার্থীদের চিনিনা, প্রার্থীরাও আমাকে চিনেন না! তাই বলে আমার মহামূল্যবান ভোটখানা তো জলে ফেলতে পারি না! হলের এক কর্মচারীকে জিজ্ঞেস করলাম, ‘মামা, ভোট কাকে দেয়া যায়?’ ‘আমার কাকারে দিয়েন। খুব বালো লুক। হেয় চাইর বারের চেয়ারম্যান!’ মামার সুচিন্তিত পরামর্শ আমার মনপুত হল না। যেখানে উপজেলা নির্বাচনই হয়েছে তিনবার সেখানে ওনার কাকা চার বার চেয়ারম্যান হন কি করে??

রাতে রিক্সায় হলে ফিরছিলাম।

ভাবলাম রিক্সাওয়ালার কাকা নিশ্চয় নির্বাচলে দাঁড়াবেন না। সত্য জানার এটাই মোক্ষম সুযোগ। জিজ্ঞেস করলাম, ‘মামা ভোট কারে দিবেন?’
‘ হ... ভুট দিবাম’
‘কারে দেবেন? কে কে দাড়াইছে?’
‘মনে করুইন ঘোড়া মার্কা, কাপ পিরিচ মার্কা...’
‘এনারা লোক কেমন? আপনার পরিচিত কেউ আছে?’
‘না মামা,আমি কাউরে চিনিনা!’

আমি হতাশ! নকটা আবারো ভুল যায়গায় করেছি।

এবার আমার সাথে ভোটার হওয়া এক বন্ধুকে জিজ্ঞেস করলাম, ‘কিরে ভোট কাকে দিবি?’
বন্ধুও দেখি ইকোনোমিক উত্তর দেয় - ‘যে টাকা দেবে তাকে দেব!’

ভোটার হয়ে বুঝি ভালই বিপদেই পড়লাম। হাল যে ছেড়ে দেব তাও পারছি না।

জীবনের প্রথম ভোট বলে কথা! যে করে হোক ভোট আমাকে দিতেই হবে! ইলেকশন কমিশনের ওয়েবসাইট থেকে প্রার্থী সম্পর্কে প্রাথমিক জ্ঞানার্জনের শেষ চেষ্টাটা করলাম। মার্কা আর প্রার্থীদের ছবির দিকে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ। কেউ গোফওয়ালা তামিল হিরো, কেউ শাড়ি পড়া নতুন বউ, আবার কেউবা শান্তশিষ্ট গম চোর! আমার শেষ চেষ্টাও ব্যর্থ হল। হতাশ... আমি আবারো হতাশ!

‘ও ভাই, তাইলে কি আমি ভুট দিতাম না???’

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।