আমাদের কথা খুঁজে নিন

   

ভোট সুষ্ঠু হয়েছে: আ. লীগ

বৃহস্পতিবার ১১৫ উপজেলায় ভোটগ্রহণের পর এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম বলেন, “দেশের প্রত্যেকটি অঞ্চল থেকে আমরা যে তথ্য পেয়েছি, তাতে আমরা দাবি করতে পারি, সব জায়গায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ”

এই নির্বাচন কারচুপির অভিযোগ তুলে বিএনপির ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চর দখলের মতো ভোটকেন্দ্র ‘দখল’ করা হয়েছে।

এর প্রতিক্রিয়ায় ইমাম বলেন, “বিএনপি জন্মলগ্ন থেকেই একটি লায়িং স্পিনিং মিল। তারা মিথ্যা কথার জাল বোনে। ”

গোলযোগের কারণে নোয়াখালী উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়েছে।

নোয়াখালীতে সংঘাতে একজন মারাও গেছেন। এছাড়া ভোট স্থগিত হয়েছে বিভিন্ন উপজেলার ৩৪ কেন্দ্রে।

গোলযোগের ঘটনাগুলোকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ দাবি করে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ভোট সুষ্ঠু হয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইমামও বলেন, “উৎসবমুখরভাবে ভোটগ্রহণ হয়েছে। এই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে।

কারচুপির অভিযোগ তুলে বিভিন্ন স্থানে বিএনপি সমর্থিত প্রার্থীরা ভোট গ্রহণের মধ্যে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। কয়েকটি স্থানে হরতালও ডেকেছে বিএনপি।

এই ভোট বর্জনকে ‘কৌতূহল উদ্দীপক’ বলে মন্তব্য করে ইমাম বলেন, “যে সব উপজেলায় ভোট বর্জন করে হরতালের আহ্বান করা হয়েছে, সেগুলো আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। তারা নিজেদের পরাজয় নিশ্চত ভেবেই হরতালের ডাক দিয়েছে। ”

‘অনিয়মের’ প্রতিবাদে কক্সবাজার জেলা, বরিশাল সদর, মুন্সীগঞ্জ সদর, নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট, যশোরের শার্শা, কুষ্টিয়ার মিরপুর উপজেলায় হরতাল ডেকেছে বিএনপি।

দশম সংসদ নির্বাচন বয়কটকারী বিএনপি স্থানীয় সরকারের উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে। প্রথম দফায় ৯৭ উপজেলায় ভোটে অধিকাংশ স্থানে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছে তাদের সমর্থিত প্রার্থীরা।

প্রথমদফা নির্বাচনে পরাজয়ের পরও বিএনপির বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ ‘হতভম্ব’ নয় বলে দাবি করেন ইমাম।

“এই প্রক্রিয়াকে আমরা গণতান্ত্রিক ধরে নিয়েছি। আওয়ামী লীগের ভোট ব্যাংক অটুট আছে।



সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।