উপজেলা নির্বাচনের দ্বিতীয় পর্বে বৃহস্পতিবার ১১৪টি উপজেলার সঙ্গে ফরিদগঞ্জের ভোট গ্রহণ হয়।
গণনার পর দেখা যায়, ১৬ নম্বর রূপসা ইউনিয়নের চরমান্দারী বিদ্যালয় ভোট কেন্দ্রে ১ ভোট এবং কাউলিয়া পীর হাবীব উল্লাহ বিদ্যালয় ভোট কেন্দ্র ৩ ভোট পড়ে।
নারী ভোটারদের এই দুই কেন্দ্রে ৭ হাজার ৪৮৫ জন ভোটার ছিলেন। এর মধ্যে মাত্র চারজন ভোট দিয়েছেন।
স্থানীয়রা জানায়, জৈনপুরের প্রয়াত পীরের নির্দেশে এই ইউনিয়নের নারীরা ভোট দিতে যান না।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরিদ আহম্মেদ হতাশার সুরে বলেন, ভোট দিতে উদ্বুদ্ধ করতে প্রচার চালানোর পরও কোনো ফল হয়নি।
“নারীরা পর্দার মধ্যে থেকেই ভোট দিতে পারবেন, এমন প্রচারণাও চালানো হয়েছিল,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।