আমাদের কথা খুঁজে নিন

   

আজ ভাঙছে মিলনমেলা

বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা শুরু হয়েছিল এক মাস আগে। বইপ্রেমীদের পদচারণে মুখরিত ছিল বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সোহরাওয়ার্দী উদ্যান। আজ ভাঙবে সেই মিলনমেলা। মেলায় গতকাল থেকে শুরু হয়েছে বিদায়ের সুর। শেষ দিনের আগের দিন গতকাল নতুন করে উজ্জীবিত হয়েছে দর্শনার্থী ও বইপ্রেমীরা।

ছুটির দিনের মতোই ভিড় ছিল গতকাল ২৭তম দিনে। স্টলে স্টলে বইপ্রেমীদের ব্যাপক উপস্থিতি থাকলেও মেলা শেষ হয়ে যাচ্ছে_ এই বেদনায় মর্মাহত ছিলেন প্রকাশকরা। বিক্রি আশাব্যঞ্জক হলেও বিদায়ের ঘণ্টা বেজে ওঠায় বিষাদের ছাপ লেগেই ছিল প্রকাশকদের মাঝে। যেন বিদায় দিতে মন চাইছে না প্রাণের মেলাকে। ৭ মার্চ পর্যন্ত মেলার সময় বাড়ানোর জন্য প্রকাশকরা দাবি জানিয়ে এলেও তা অগ্রাহ্য করে বিধিবদ্ধভাবেই আজ মেলা শেষ করছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।

আজ শেষ দিন মেলা শুরু হবে বেলা ১১টায় এবং যথারীতি শেষ হবে রাত ৯টায়।

নতুন বই ও মোড়ক উন্মোচন : গতকাল মেলার ২৭তম দিনে নতুন বই প্রকাশিত হয়েছে ১২২টি এবং মোড়ক উন্মোচন করা হয়েছে ১৫টির। এর মধ্যে বিকালে নজরুল মঞ্চে কে আহমেদ আলমের 'অনুবাদবিদ্যা : ইতিহাস ও তত্ত্ব' বইটির মোড়ক উন্মোচন করেন কবি মুহম্মদ নূরুল হুদা। সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির বিভিন্ন বিষয় নিয়ে এবারের গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে উদ্ধারকর্মী ঈদিউল আলম মোবারকের 'রানা প্লাজা ট্রাজেডি'। চৈতন্য থেকে প্রকাশিত হয়েছে বিজিৎ দেবের 'এবং হুমায়ূন আহমেদ'।

হুমায়ূন আহমেদকে নিয়ে রচিত ৩৪টি গল্প দিয়ে বইটি সাজিয়েছেন লেখক। অন্যদিকে একই প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে মোহাম্মদ মুজাহিদ আলীর 'নিঝুম পথের পাড়ি'।

গতকালের বিষয়ভিত্তিক বইগুলোর মধ্যে গল্পের ১৩, উপন্যাস ১২, প্রবন্ধ ৫, কবিতা ২৯, গবেষণা ৫, ছড়া ৫, শিশুতোষ ৮, জীবনী ৫, মুক্তিযুদ্ধ ২, বিজ্ঞান ১, ভ্রমণ ২, ইতিহাস ২, রাজনীতি ১, চিকিৎসা ৩, রম্য/ধাঁধা ১, ধর্মীয় ৩, অভিধান ১, সায়েন্স ফিকশন ২ এবং অন্যান্য ছিল ২২টি।

মূল মঞ্চের আয়োজন : গতকাল বিকালে গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় 'মুক্তিযুদ্ধের আদর্শের নবজাগৃতি ও তরুণ প্রজন্ম' শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ড. সোনিয়া নিশাত আমিন।

আলোচনায় অংশ নেন শাহরিয়ার কবির, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। সভাপতিত্ব করেন অধ্যাপক মুনতাসীর মামুন।

হুমায়ুন আজাদকে স্মরণ : বহুমাত্রিক লেখক ড. হুমায়ুন আজাদের ওপর সন্ত্রাসী হামলার বার্ষিকী উপলক্ষে তাকে স্মরণ করেছে লেখক,পাঠক ও প্রকাশক ফোরাম।

গতকাল বিকাল সাড়ে ৪টায় গ্রন্থমেলার তথ্য কেন্দ্রের সামনে অনুষ্ঠিত এ আয়োজনে বক্তব্য দেন জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি, প্রয়াত লেখকতনয়া মৌলি আজাদ, কবি দিলদার হোসেন, কথাশিল্পী মোহন রায়হান, বাংলা একাডেমির উপ-পরিচালক ড. আমিনুর রহমান সুলতান।

সজীব ওয়াজেদ জয়ের বইয়ের মোড়ক উন্মোচন

গতকাল বিকাল সাড়ে ৫টায় বাংলা একাডেমির 'মোদের গরব' ভাস্কর্যের সামনে সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক ভাবনার সংকলন বাংলাদেশ নিয়ে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ।

বাংলা একাডেমি প্রবাসী লেখক পুরস্কার : গতকাল সন্ধ্যা ৬টায় গ্রন্থমেলার মূল মঞ্চে হয় বাংলা একাডেমি প্রবাসী লেখক পুরস্কার, ২০১৩ প্রদান অনুষ্ঠান। প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্ত লেখকরা হলেন ইসহাক কাজল, ড. গোলাম আবু জাকারিয়া ও ফারুক আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন ভারত থেকে আগত আবৃত্তিশিল্পী শোভন সুন্দর বসু। সংগীত পরিবেশন করেন লিলি ইসলাম ও মনীষা বসু।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।