আমাদের কথা খুঁজে নিন

   

২: আত্মকথন সম্পর্কিত মনোলগ; উড়াল বিষয়ক ট্রমা

আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না ! ১) কোন একবার এঁকে ফেললাম একটা গ্রাম , জেনে গেলাম হাতের রেখায় থাকে ব্যক্তিগত নদী , মাঝিদের অভিমানের মতন ।মনে দাগ কেটে কেটে আউড়েছি কত পাখিস্মৃতি , উড়তে ঊড়তে অন্য আকাশে , অন্য গ্রামে ! হাওয়ায় উড়িয়ে দিলে যে গান তারও দীর্ঘ ঘুমের প্রয়োজন আছে , উপশম আহত চোখের। ঘুমের তরঙ্গনাচের ভেতর , গোপনীয় নারীর পিঠে ফুটে উঠে আততায়ীর বাসনা ও বিষাদকুসুম। ঠিক এইখানে, ঠিক এইখানে এসেই সরোদের সুর শুনি ভাঙনের নায় ! আহারে এমন ভাঙণ, যেন একটা আত্মঘাতী ঈগল এসে মগজে বিদ্ধ হয়; বুকে এবং চোখেও ! আমিই সেই আর্তবাতাস, আততায়ী ! এই যে নির্বাসনলিপি , মুখস্ত করছি লঘুশোকে! ২) আমরা প্রেম বানাতে পারি না, তবুও সম্পর্কের হা এর ভিতর ঢুকে পড়ে অবিশ্বাসের সাপ । জানি বিশাল দেয়ালের মাঝে জানালা, গোপনীয়তা, রোজ মৃত্যু ও কাম । সম্ভবত এই শীতে আমি সন্দিগ্ধ জাদুকর ; তুমি ভুপাতিত উড়াল বিষয়ক ট্রমা, এর বেশি কিছু না !  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।