আমাদের কথা খুঁজে নিন

   

কি এমন করেছি !



পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠার পথিকৃত, মানব চরিত্রের আদর্শ,সকল মানুষের (যেকোন ধর্ম বা বর্ণের) জন্য রহমত,রহমাতাল্লিল আলামিন, মুহাম্মদ (সাল্লেলাহী আলায়ে সাল্লাম) এর কথা পৃথিবীতে সকল প্রধাণ ধর্ম গ্রন্থে বলাহয়েছে যে তিনিই (মুহাম্মদ (সাল্লেলাহী আলায়ে সাল্লাম)) সর্বশেষ পথ প্রদর্শক। আর সর্বশেষ পথ প্রদর্শকের সকল বৈশিষ্ঠই তাঁর সাথে মিলেযায়। গত পরশুদিন আমি Facebook-এ একটি Post করি, যেখানে হিন্দু ধর্মের প্রধাণ ধর্ম গ্রন্থে যেসকল স্থানে মুহাম্মদ (সাল্লেলাহী আলায়ে সাল্লাম) এর কথা বলা হয়েছে তা দিয়েছিলাম। যার ফলে আমাকে হুমকিদেয়া হয়েছে, কেউ বা ব্লক করেছে.... আমার আব্বা রাতে ঘুমতে পরেননি চিন্তায়, আমরা আছি কোথায়.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।