আমাদের কথা খুঁজে নিন

   

কেন এই শুন্যতা

আকাশ ছুঁব...

কেন এই শুন্যতা
-অদ্বিতীয়া সিমু

সামনে সিএনজির পিছন কভার
দুইটা পাখি
আশা পরিবহন
জানি না কোন আশা বহন করে কি না!!
হেড ফোনে গান বাজছে......
‘বেদনার রঙ যদি নীল হয় আকাশটা কেন তবে বল নীল....’
যতবার তাকাই বুকের গহীণে তোমার সাড়া খুঁজে পাই
আকাশ পদ্মের প্রসব বেদনাও হয়ত এতটা বেদনাতুর নয়
কেন? বলবে?
সবুজ ঘাসলনে গোলাপী ফুল ফোটে
ভোর হয় পাখি ডাকে
ন্ধদয়ের বাঁকে বাঁকে
তবু কেন আজও শুন্যতা......
আজও এই অপূর্ণতা ......
[এ আমার বক্তব্য নয় আমার বান্ধবী শিরীন মুন্নীর হাহাকার!! বলবে কেন ?? আমার লাইফের ডিকশনারী , মেইন বুক এমন কি নোটবুক খুঁজেও এর উত্তর পাইনি। মুন্নীর ভাষায় আমি আসলে এর উত্তর চাই না!!! এ নাকি আমার বিশাল সমস্যা......। হা.....হা.....খুঁজ। আবার নতুন করে খুঁজ। কি গ্যাপ!! কে গ্যাপ!! অল দ্য বেষ্ট...।]
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।