আমাদের কথা খুঁজে নিন

   

শেষ ষোলতে জুভেন্টাস

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে ইউরোপীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ টুর্নামেন্টটিতে খেলতে বাধ্য হওয়া জুভেন্টাসের দুই গোলদাতা মিডফিল্ডার আর্তুরো ভিদাল ও স্ট্রাইকার পাবলো দানিয়েল অসভাল্দো। ঘরের মাঠে প্রথম লেগেও গোল করেছিলেন অসভাল্দো।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয়া ইতালির আরেক দল নাপোলিও পরের রাউন্ডে উঠেছে। ইংল্যান্ডের সোয়ানসি সিটিকে ৩-১ গোলে হারিয়েছে ডিয়েগো ম্যারাডোনার সাবেক দল। প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল।



স্বাগতিক নাপোলির পক্ষে গোল তিনটি করেছেন দুই স্ট্রাইকার লরেন্সো ইনসিনিয়া ও গনসালো হিগুয়াইন এবং মিডফিল্ডার গোখান ইনলার। সোয়ানসির একমাত্র গোলটি মিডফিল্ডার ইয়োনাথন দ্য গুসমানের।

প্রথম লেগের ব্যর্থতা কাটিয়ে পরের রাউন্ডে উঠেছে ইংল্যান্ডের টটেনহ্যাম হটস্পারও। ইউক্রেনের নিপ্রো নিপ্রোপেত্রোভস্কের মাঠে প্রথম লেগ ১-০ গোলে হেরে যাওয়া টটেনহ্যাম ঘরের মাঠে ফিরতি লেগে জিতেছে ৩-১ গোলে। দুই লেগ মিলিয়ে টটেনহ্যামের জয়ের ব্যবধান ৩-২।



ফিরতি লেগে ঘরের মাঠে জয় না পেলেও প্রথম লেগের সাফল্যের সুবাদে পরের রাউন্ড নিশ্চিত করেছে স্পেনের ভ্যালেন্সিয়া ও ইতালির ফিওরেন্তিনা।

ভ্যালেন্সিয়া ইউক্রেনের ডায়নামো কিয়েভের সঙ্গে গোলশূন্য এবং ফিওরেন্তিনা ডেনমার্কের এসবিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। প্রথম লেগে ভ্যালেন্সিয়া ২-০ গোলে কিয়েভকে ও ফিওরেন্তিনা ৩-১ গোলে এসবিয়াকে হারিয়েছিল।

তবে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে নেদারল্যান্ডসের আয়াক্স আমস্টারডাম। অস্ট্রিয়ার রেড বুলের কাছে প্রথম লেগে ঘরের মাঠে ৩-০ গোলে হারা আয়াক্স ফিরতি লেগেও হেরেছে।

অস্ট্রিয়ার মাটিতে চ্যাম্পিয়ন্স লিগের সাবেক চ্যাম্পিয়নদের হার ৩-১ গোলে। এবারের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে বার্সেলোনাকে হারালেও গ্রুপে তৃতীয় হওয়ায় ইউরোপা লিগে খেলতে বাধ্য হয় আয়াক্স।

বিদায় নিয়েছে গ্রুপ পর্বে অপরাজিত ইতালির লাৎসিও-ও। বুলগেরিয়ার লুদোগোরেৎসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে তারা। ঘরের মাঠে প্রথম লেগেও লাৎসিও ১-০ গোলে হেরেছিল।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।