আমাদের কথা খুঁজে নিন

   

শুভ জন্মদিন শাহিদুল হকঃ অর্ধশতক





আজ আমাদের প্রিয় ব্লগার, ছড়াকার- শাহিদুল হকের জন্মদিন । আসুন তার জন্মদিনে শুভেচ্ছা জানাই ।

তার ব্লগবাড়ি থেকে নিজের সম্পর্কে-

সহজ ও সরল পথের পথিক আমি। সবকিছুই সহজ এবং সরল দৃষ্টিকোণ থেকে দেখে থাকি। সৎ পথে চলা এবং সত্য বলা আমার জীবনের ব্রত।

মিথ্যার সাথে কোন প্রকার আপোষ নেই। ভাল মনের বন্ধুদের সাথে স্বল্পমাত্রায় আড্ডা দিতে এবং আতিথিয়েতা করতে খুব পছন্দ। দাবা ছাড়া অন্য কোন খেলাধূলা তেমন পারি না। মরমী গান পছন্দ করি। এক সময় ছবি তোলার প্রতি ঝোক ছিল।

এ ছাড়া আধ্যাত্মিক জগতের চিন্তা-ভাবনার মধ্যে ডুবে থাকতে পছন্দ। সাহিত্য চর্চা আমার একমাত্র নেশা। পেশা-সরকারি চাকরি।
দু ছেলের জনক। গত ২০১০ এ সস্ত্রীক পবিত্র হজ্বব্রত পালন করেছি ।

আল্লাহপাক তৌফিক দিলে বারবার হজ্বে যেতে ইচ্ছুক।
মা-বাবাকে খুবই শ্রদ্ধা করি। মা-বাবাই আমার ধ্যান-জ্ঞান



নিজের বই হাতে ।


প্রকশিত বই-

** নীল আগুন (কাব্যগ্রন্থ)
** তারকাঁটার বেড়া(কাব্যগ্রন্থ)
** নীল দরজা( রুবাইয়াৎ)



প্রকাশিতব্য বই-

** ইঁদুরগুলো মানুষ হবে(রম্যরচনা)
** বই ও বউ(রম্যরচনা)
** বসতী শব্দের ভিতর(কাব্যগ্রন্থ)
** নষ্টকবির গলিত চেতনা(কাব্যগ্রন্থ)
** মায়াবী ফাঁদ(কাব্যগ্রন্থ)
** দৌড় (ছড়াগ্রন্থ)
** বানান নিয়ে বানানো কথা(ছড়াগ্রন্থ)
** রোমাঞ্চিত রাত( উপন্যাস)
** বঞ্চনা(উপন্যাস)
** পাজি শিয়াল(ছড়াগ্রন্থ)
** লালন কী জাত সংসারে( ভ্রমণ কাহিনী)
** হাওর চিত্র( ছড়াগ্রন্থ)




আপন পৃথিবীতে ।


আসুন এই পরিচিত মুখের জন্মদিনে শুভেচ্ছা জানাই ।



সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।