আমাদের কথা খুঁজে নিন

   

এই সব আমি ভাল বেসেছি চিরকাল


এই সোমেশ্বরী নদী, এই বট গাছ
বিশীর্ণ ঝরা পাতা , ক্লান্ত বিকেলের ছায়া
আমি ভালোবেসেছি চির কাল ।
টুকরো টুকরো দুঃখ , নিষ্ঠুর মৃত্যু
শ্মশানের নিরবতা আমাকে পোড়ায়
উত্তর আধুনিক কবিতার মতো
শতাব্দী কাল ধরে ।
বুক ফাটা চিৎকারে জেগে উঠে সহস্র জোনাকী ।
আমি বিষ খেলাম নীলবিষ,
ধুতুরা আর বোলতার বিষ,
আগুনের বৃষ্টিতে পুড়ে বিষ পঙ্কিল শ্বাস ।
ত্রস্ত উত্তক্ত কুমারী নারীর উদাস দৃষ্টি ,
গারো পাহাড় থেকে ধেয়ে আসা ভয়ংকর ঢেউ,
খর স্রোত,স্বচ্ছ জলরাশি,
বুকে ক্ষত সৃষ্টি করে ত্রাসে ।
অজস্র কলংক লেপটে আছে প্রিয়ার শাড়ির আচঁল ।
পাকা ধানের গন্ধে ভরা উলঙ্গ দৃষ্টি,
প্রিয়ার বিক্ষত রক্তাক্ত নাভিমূল ,
রত্রির ক্ষুব্ধ অন্ধকার,
আম-জাম-হিজলের গভীর ছায়া,
জলন্ত আগুন, বস্তির ক্লেদভরা জীবনের চিৎকার,
নিহত আত্মার আহাজারি,
এই সব আমি চিরকাল ভালো বেসেছি ।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।